• " />

     

    "স্যার" হলেন অ্যান্ডি মারে

    "স্যার" হলেন অ্যান্ডি মারে    

    নতুন বছরের উপহারটা এর চেয়ে ভালো হতে পারত না। দুর্দান্ত একটা বছর কাটানোর পর বছরের শেষে এসে ‘নাইটহুড’ উপাধি পেলেন ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে। একই পুরস্কারে ভূষিত হয়েছেন এবারের রিও অলিম্পিকে দারুণ পারফর্ম করা আরেক ব্রিটিশ দৌড়বিদ মো ফারাহও।

     

    বছরটা সত্যিকার অর্থেই স্বপ্নের মতো কাটিয়েছেন মারে। জিতেছেন উইম্বলডন, টানা দ্বিতীয়বারের মতো ব্রিটেনের হয়ে জয় করেছেন অলিম্পিক সোনা। বছরের শেষে এসে র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও উঠেছেন। তবে মাত্র ২৯ বছর বয়সেই নাইটহুড পেয়ে অবাকই হয়েছেন মারে। একই সাথে মারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মারে চাচ্ছেন তাকে যেন ‘স্যার’ না ডাকা হয়, “সে চায় না সবাই তাকে ‘স্যার’ বলে ডাকুক। ব্যাপারটি তাকে খুবই অস্বস্তিকর অবস্থায় ফেলে দেবে।”

     

    আগামী বছর যখন উইম্বলডনে খেলতে নামবেন, তখন তাঁর নামের পাশে ‘স্যার’ না লিখতেও অনুরোধ জানিয়েছেন মারে। ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে নাইটহুড উপাধি নিয়ে কোর্টে নামবেন তিনি।

     

    এই বছর অলিম্পিকে ৫ হাজার ও ১০ হাজার মিটারে ‘ডাবল ডাবল’ পূর্ণ করেছেন মো ফারাহ। ‘স্যার’ উপাধি পেয়ে গর্বিত এই দৌড়বিদ , “এই উপাধি পেয়ে আমি দারুণ আনন্দিত। আমি কখনোই ভাবিনি এরকম কিছু হবে আমার জীবনে। ব্রিটেনের জন্য দৌড়াতে পেরে আমি গর্বিত, ব্রিটিশরা আমাকে সবসময় সমর্থন দিয়ে এসেছে।”