টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন শুভাগত-তাইজুল
তিন ওয়ানডেতে ধবলধোলাইয়ে বছরের শেষটা দুঃস্বপ্নের মতো হয়েছে। তবে নতুন বছরে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা আরও বড়, বছরের শুরুতেই খেলবে তিনটি টি-টোয়েন্টি। তার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে আজ। ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন তানভীর হায়দার ও মেহেদী হাসান মিরাজ। দলে ফিরেছেন তাইজুল ইসলাম ও শুভাগত হোম।
ওয়ানডে সিরিজ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছিল তানভীরের। তবে দুই ম্যাচে সেরকম কিছু করতে পারেননি। কোনো উইকেট পাননি, রানও নিতে পারেননি দুই অঙ্কে। টি-টোয়েন্টিতে দলে জায়গাটাও হারিয়ে ফেলেছেন। মিরাজ অবশ্য ওয়ানডের দলে থাকলেও খেলার সুযোগ পাননি। টি-টোয়েন্টিতে না খেললেও টেস্ট দলে নিশ্চিতভাবেই থাকছেন।
শুভাগত অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলে সুযোগ পাননি। তবে এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেকের পর আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তাইজুল টেস্ট ও ওয়ানডে খেললেও এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি।
১৫ জনের দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, নুরুল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, শুভাগত হোম, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম।