• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    নিশমকেই দ্রুত ম্যাচ শেষ করতে বলেছিলেন উইলিয়ামসন

    নিশমকেই দ্রুত ম্যাচ শেষ করতে বলেছিলেন উইলিয়ামসন    

    জিমি নিশম যখন ক্রিজে এসেছিলেন, নিউজিল্যান্ডের জয় নিয়ে কোনো সংশয় ছিল না। তবে কেন উইলিয়ামসন সেঞ্চুরি পাবেন কি না, সেটি নিয়েই ছিল সংশয়। জয়ের জন্য দলের দরকার ছিল ৪২ রান, আর সেঞ্চুরির জন্য উইলিয়ামসনের প্রয়োজন ২০ রান। ৪৩ বলে ৪৪ রানের জুটিতে কিউইদের জয়ের বন্দরে ভিড়িয়েছেন নিশম-উইলিয়ামসনই। তবে শেষ পর্যন্ত মাত্র ৫ রানের জন্য ক্যারিয়ারের নবম সেঞ্চুরি ছোঁয়া হয়নি নিউজিল্যান্ড অধিনায়কের।

    টুইটারে অনেকেই রসিকতা করে বলেছেন, নিশম ২৩ বলে ২৮ রানের ইনিংস না খেললে উইলিয়ামসন সেঞ্চুরিটা পেয়ে যেতেন। তাঁর "স্বার্থপরতার" জন্যই নাকি ৯৫ রানে অপরাজিত থেকেই শেষ হয়েছে উইলিয়ামসনের ইনিংস। নিশমও মজার ছলেই উত্তর দিয়েছেন ভক্তদের টুইটের।

    রমন রেড্ডি নামের এক ক্রিকেট ভক্ত রসিকতা করে বলেছেন, স্বার্থপর ব্যাটিংয়ের জন্য নিশমকে দল থেকেই বাদ দেওয়া উচি্ত।  নিশমও পাল্টা রসিকতা করেছেন, “আপনি কি আমাকে স্বার্থপর বলছেন? মনে হচ্ছে তাই। আমাকে দল থেকে বাদ দেবার বিষয়টা নির্বাচকদের ওপরেই ছেড়ে দিচ্ছি।” উইকেটে থাকার সময় একবারও সেঞ্চুরি নিয়ে কথা হয়েছে কিনা – এক কৌতূহলী ভক্তের প্রশ্নে কিউই অলরাউন্ডার জানিয়েছেন অধিনায়কের সেঞ্চুরির জন্যই এক ওভার রক্ষণাত্নক খেলেছেন। কিন্তু এরপরেই উইলিয়ামসন তাকে বলেছেন সেঞ্চুরির বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলে তাড়াতাড়ি খেলা শেষ করতে। এরপর দুজন বিয়ার পান করে জয় উদযাপন করবেন! 

    এক ভক্ত অবশ্য মৃদু খোঁচা দিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যানকে। “লেগ স্ট্যাম্প বরাবর একটা রান না নেওয়ার জন্য তোমার চেষ্টাটা ভালো লেগেছে।” রসিক নিশামের উত্তরটাও ছিল মজার। সিঙ্গেলের জন্য সেই শট না খেলাটাই নাকি অনেক বেশি কঠিন ছিল। নিরুপায় হয়েই তাই রান নিয়েছেন!