• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না গাপটিল

    টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না গাপটিল    

    শেষ ওয়ানডের তৃতীয় ওভারেই হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। তখন খুব একটা গুরুতর কিছু মনে না হলেও শেষ পর্যন্ত এই ইনজুরিটা বোধহয় ভালো ভোগাবে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে। গতকাল জানা গিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে যাচ্ছেন তিনি। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন নেইল ব্রুম।

    দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে হারিয়ে স্বভাবতই হতাশ নিউজিল্যান্ড কোচ মাইক হেসন। তবে তিনি আশা করছেন খুব দ্রুতই খেলায় ফিরবেন গাপটিল, “মার্টিন অবশ্যই আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাকে সিরিজের মাঝপথে হারানোটা দুঃখজনক। আশা করি কিছুদিন বিশ্রামের পরেই সে ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারবে। এরপর জানুয়ারির শেষদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের আগেই পুরোপুরি সুস্থ হয়ে যাবে।”

     


    বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি এবং তৃতীয় ওয়ানডেতে ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা ব্রুমকে দলে নেওয়ার পেছনে কারণটাও ব্যাখ্যা করলেন হেসন, “আমাদের একজন ওপেনার দরকার ছিল। ব্রুম এই ফরম্যাটে ঘরোয়া লিগে ভালো করছে। ফিল্ডিংয়ে গাপটিল দারুণভাবে সাহায্য করত দলকে, আশা করি ব্রুমও তেমনটাই করবে।”


    আগামী ৩ জানুয়ারি নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।