টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের স্পিন অস্ত্র
নিউজিল্যান্ড সফরের আগে সবাই ভেবেছিলেন, বাংলাদেশ দলের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে সেখানকার পিচে ফাস্ট বোলারদের সামলানো। তবে সিরিজের শেষ দুই ওয়ানডেতে ফাস্ট বোলারদের চেয়ে কিউই স্পিনারনাই বেশি ভুগিয়েছে সাকিবদের। বিশেষ করে অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত স্পিন বোলিং অবাক করেছে সবাইকে। দলের কোচ মাইক হেসন তাই জানালেন, টি-টোয়েন্টির সময়ে আরও বেশি বল করবেন তিনি।
নেলসনে ৫ ওভার বল করে নিয়েছিলেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট। স্যাক্সটন ওভালেও উইলিয়ামসন তুলে নিয়েছেন একটি উইকেট। বাংলাদেশি ব্যাটসম্যানরা তাঁর বলে সহজে রানও নিতে পারেনি। শেষ ম্যাচে জিতান প্যাটেল, মিচেল স্যান্টনার ও উইলিয়ামসন মিলে নিয়েছেন ৪ উইকেট, তাদের করা ২৮ ওভারে রান এসেছে মাত্র ১০৭। কোচ তাই এই ত্রয়ীই পারফরম্যান্সে দারুণ খুশি, “তাদের তিনজনের খেলায় আমি খুশি। বল খুব একটা ঘুরেনি, ব্যাটসম্যানদের খেলতে অনেকটাই সমস্যা হয়েছে আমার ধারণা। কেনের আরও দুই-তিনটি উইকেট পাওয়া উচিত ছিল।”
২০১৪ সালে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন উইলিয়ামসন। অ্যাকশন শুধরে ফেরার পর তাঁর বোলিংয়ে অনেক উন্নতি হয়েছে বলেই মনে করেন হেসন, “ সে যত বল করছে ততোই তাঁর আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। দলের ভারসাম্য রক্ষা করার জন্য সে মাঝে সাঝে বল করে। সে দুর্দান্ত বল করেছে এই সিরিজে, তবে নিশ্চিতভাবেই ভবিষ্যতে তাকে আরও বেশি বল করতে দেখা যাবে।”
আগামী ৩ জানুয়ারি নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।