দশ বছর পর নেই টেলর
চোখের সমস্যাটা গত বছর ভালোই ভুগিয়েছে। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওই সমস্যা নিয়েই করেছিলেন সেঞ্চুরি। এরপর অস্ত্রোপচার শেষে আবারো সুস্থ হয়ে উঠেছেন রস টেলর। বাংলাদেশের বিপক্ষে ঘোষণা করা নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে তাঁর জায়গা হয়নি। তবে এটাকে একটু দুর্ভাগ্যই ভাবতে পারেন টেলর, কারণ দল ঘোষণার পর ঘরোয়া লিগে ফিরেই দুটি ম্যাচে দারুণ ব্যাটিং করেছেন।
প্রায় এক দশকের মাঝে ইনজুরি অথবা ব্যক্তিগত কারণ ছাড়া কখনোই দল থেকে বাদ পড়তে হয়নি টেলরকে। নভেম্বরে বাঁ চোখের টেরিজিয়াম বৃদ্ধি কমানোর অস্ত্রোপচারের পর এক মাস বিশ্রামে ছিলেন। এরপর সেন্ট্রাল দলের হয়ে ২৯ ডিসেম্বর পুকেকুরা পার্কে ৪১ বলে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এর দুইদিন পর অকল্যান্ডের বিপক্ষে ৫০ বলে ৮০ রান করে জানিয়ে দেন, তিনি ফুরিয়ে যাননি! এই ইনিংসের মাধ্যমে নির্বাচকদের কাছেও একটা বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।
বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে। গাপটিলও ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অনেকেই ভেবেছিলেন, এবার হয়তো টেলরের ডাক পড়বে। তবে সেরকমটা হয়নি। টেলরের জায়গায় খেলবেন নবাগত টম ব্রুস। টেলরের জায়গায় ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা ব্রুসকেই বেছে নিয়েছেন নির্বাচক কমিটি।