• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    কোচিং ছাড়ছেন গার্দিওলা?

    কোচিং ছাড়ছেন গার্দিওলা?    

    বয়স খুব একটা বেশি নয়। ৪৫ বছর বয়স তো একজন কোচের জন্য বলতে গেলে যৌবনই! তবে অনেক পোড় খাওয়া কোচের যে অর্জন নেই, পেপ গার্দিওলার তার প্রায় সবই হয়ে গেছে। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতে গেছেন। কিন্তু ইংল্যান্ডে এসে ছয় মাস যেতে না যেতেই যেন হাল ছেড়ে দিয়েছেন গার্দিওলা। কোচিং ক্যারিয়ারের শেষ হওয়ার খুব বেশি বাকি নেই, এই কথাও বলে ফেলেছেন কাল। 

     

    বায়ার্ন মিউনিখ ছেড়ে এই মৌসুমে দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার সিটির। তাঁর অধীনে প্রথম পাঁচ ম্যাচ জিতে দারুণ শুরু করলেও কিছুটা খেই হারিয়ে ফেলেছে দল। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর আভাসও দিচ্ছেন আগুয়েরোরা। বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে সিটি। গতকাল বার্নলির বিপক্ষে ২-১ এ জয়ের পর গার্দিওলা আভাস দিয়েছেন, খুব বেশিদিন কোচিং চালিয়ে যাবেন না, “আমি হয়তো আগামী তিন মৌসুম সিটিতে থাকবো, তবে আমার কোচিং ক্যারিয়ার শেষের দিকে চলে এসেছে। আমি ৬০-৬৫ বছর বয়সে ডাগআউটে বসে কাটাবো না। আমার মনে হয় আমার বিদায় বলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে!" এছাড়া তিনি নিজের ইচ্ছাতেই অবসর নিচ্ছেন বলেও জানান।

     

    এত কম বয়সে অবসর নেওয়ার পর কী করবেন এরকম প্রশ্নের জবাবটা খানিকটা মজার ছলেই দিয়েছেন পেপ, "যদি আমাকে খুঁজে পেতে চান, তাহলে গলফ কোর্সে যেতে পারেন। আমাকে তখন সেখানেই পাবেন আশা করি!" 

    মাত্র ৩৬ বছর বয়সে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন গার্দিওলা। ২০০৭ সালে বার্সেলোনা বি দল থেকে যাত্রা শুরু, এরপর মূল দলের হয়ে জিতেছেন অনেক ট্রফি, ছিল এক বছরে সবকয়টি ট্রফি জেতার অনন্য রেকর্ডও। বায়ার্নে গিয়েও সাফল্যের দেখা পেয়েছেন। সব মিলিয়ে ২২ টি শিরোপা জেতা গার্দিওলাকে তাই সময়ের সেরা কোচদের একজন হিসেবে মানা হয়।