তাসকিনের জায়গা নিলেন রুবেল
ওয়ানডেতে শেষ দুই ম্যাচেই টসে জিতেছিলেন মাশরাফি বিন মুর্তজা। টি-টোয়েন্টির প্রথম ম্যাচেও আবারও টসে জিতলেন। নেপিয়ারের ম্যাকলিন পার্কে টসে জিতে ব্যাট করারই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ ওভারের ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেখান থেকে কয়েকটি পরিবর্তন প্রত্যাশিতই ছিল। ওয়ানডে সিরিজের দল থেকে বলার মতো পরিবর্তন হয়েছে একটিই। তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন রুবেল হোসেন। আর তানভির হায়দার টি-টোয়েন্টি দলে ছিলেনই না, তাঁর জায়গা নিয়েছেন সৌম্য সরকার।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।