• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    ক্ষমা চাইলেন ফেদেরার

    ক্ষমা চাইলেন ফেদেরার    

    বেচারা রজার ফেদেরার। আকাশী-নীল জার্সি পরে সমর্থন দিতে গিয়েছিলেন ভারতকে। টুইটার-ফেসবুকে ছবিও পোস্ট করেছিলেন। কিন্তু এরপর সেটা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। নিজের দেশের বাইরে অন্য দেশকে কি কোনো খেলোয়াড় সমর্থন দিতে পারেন? ফেদেরার এবার দাবি করলেন, ভারতকে সমর্থন দেওয়ার জন্য নয়, স্পনসর নাইকির জন্যই ওই জার্সি পরেছিলেন।

     


    এই মুহূর্তে দুবাই ওপেন খেলতে এশিয়াতেই আছেন ফেডেক্স। সেখানেই স্বীকার করলেন, "ব্যাপারটা আসলে অনেকটা নাইকির সঙ্গে জড়িত। আমি ভারতে ছিলাম কিছুদিন, সেখানেই কয়েকজন ভারতের খেলোয়াড়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। ওরাই আমাকে এই জার্সিটা উপহার দিয়েছিল।" জন্মসূত্রে সুইজারল্যান্ডের হলেও ফেদেরারের মায়ের বাড়ি দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের রাগবি দলকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন আগেই। এবার জানালেন, ক্রিকেটে তিনি স্টেইনদের সমর্থক, "আমি দক্ষিণ আফ্রিকাকেই সমর্থন করি। সবাই সেটা জানে। যদি কারও মনে দুঃখ দিয়ে থাকি সেজন্য আমি ক্ষমা চাইছি।"

    ভারতের জার্সি পরে ছবিটা আপলোড করার পর ফেদেরারকে নিয়ে বিক্ষোভের ঝড় উঠেছিল পাকিস্তানে। এমনকি পাকিস্তানের রাস্তায় তাঁর ছবি পর্যন্ত পোড়ানো হয়েছিল। প্রতিবাদ এসেছিল বিশ্বকাপ ক্রিকেটের অন্যান্য দেশের ফেদেরার ভক্তদের কাছ থেকেও।