দেশের হয়ে না খেলার জন্য জরিমানা?
ক্লাব ও জাতীয় দলের মাঝে টানাপোড়নের ঘটনা ফুটবলে নতুন নয়। দুই পক্ষের দ্বন্দ্বের মাঝে অনেক সময়েই ঝামেলায় পড়তে হয় ফুটবলারদের। তবে এবার ফুটবলারদের সাথে জাতীয় দলের বিরোধের জন্যই হয়ত জরিমানার মুখোমুখি হতে পারে দুই ইংলিশ ক্লাবকে। ক্যামেরুনের দুই ফুটবলার জোয়েল মাতিপ ও অ্যালান নিয়মকে সতর্ক করা হয়েছে, যদি তারা আফ্রিকান কাপ অফ নেশনস চলাকালে জাতীয় দলে যোগ না দেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে তাদের ক্লাব লিভারপুল ও ওয়েস্ট ব্রমকেও জরিমানা দিতে হতে পারে।
তবে দু'জন কিন্তু গতমাসেই জাতীয় দলকে বলে দিয়েছিলেন, তারা ১৪ জানুয়ারি থেকে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অফ নেশনসে অংশ নিতে চান না। তখন অবশ্য এই ব্যাপারে কিছু বলেনি ক্যামেরুন ফুটবল সংস্থা। কিন্তু হুট করেই কাল তাদের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মঙ্গলবারের মধ্যেই মাতিপ এবং নিয়মকে দলের সাথে অনুশীলনে যোগ দিতে হবে। যদি তারা সেটা না করে, তাহলে ফিফার মাধ্যমে তাদেরকে ক্লাব ফুটবল থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। লিভারপুল ও ওয়েস্ট হাম যদি তাদেরকে ছাড়তে না চায়, তাহলে তারাও জরিমানার মুখোমুখি হবেন।
মাতিপদের মতো আরও ৬ জন ফুটবলার একই সিদ্ধান্ত জানিয়েছিলেন। তারা হলেন ন্যান্সির নিদে অ্যাসেমবে, বোর্দোর ম্যাক্সিম পুন্দজে, আয়াক্সের আন্দ্রে ওনানা, মার্সেইয়ের জাম্বো আনগুইসা, লিলির ইব্রাহিম আমাদু এবং শালকের এরিক ম্যাক্সিম। ক্যামেরুনের ফুটবল আইনজীবী জানিয়েছেন, “ক্লাবের উচিত হবে ফুটবলারদের ছেড়ে দেওয়া। ফুটবলারদের যেতেই হবে। শুধুমাত্র ইনজুরিতে পড়লে এটার ব্যতিক্রম হবে। ফুটবলার ও ক্লাব দুই পক্ষকেই শাস্তি দিতে পারে ফিফা। ফুটবলাররা ক্লাব ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন, ক্লাবকেও জরিমানা করা হতে পারে। ফিফা নিশ্চিতভাবেই এই ব্যাপারে হস্তক্ষেপ করবে।”