• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    জার্সিতে ভুল উইলিয়ামসন!

    জার্সিতে ভুল উইলিয়ামসন!    

    শেক্সপিয়ার বলেছিলেন, ‘নামে কী আসে যায়!’ কিউই অধিনায়কও হয়তো এরকমটাই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন প্রথম টি-টোয়েন্টির দিন। জার্সিতে ভুল নামে জন্য তাঁর তো কোনো দায় নেই! 

     

    বাংলাদেশের বিপক্ষে নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টির দিন অনেকেই হয়তো খেয়াল করেছেন, উইলিয়ামসনের জার্সির পেছনে লেখা ‘উইলামসন’! দর্শকরা হয়তো ভেবেছিলেন, অন্য কারো জার্সি পরেই নেমে গিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত জানা গিয়েছে, আসলে ওই ম্যাচের জন্য এটাই তাঁর জার্সি ছিল।

     

    উইলিয়ামসন কিন্তু এই ঘটনায় মজাই পেয়েছেন, “আমি ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। তবে জার্সি তো আমাকে পরতেই হতো! কেউ হয়তো আমার নামের বানানটা গোলমাল করে ফেলেছে, কে করেছে তা তো জানিনা। জার্সিটা অবশ্য অন্যদিনের মতোই ছিল।”


     

    জার্সিতে নাম বিভ্রাটের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। গতবার আইপিএলের খেলতে গিয়ে অজি ব্যাটসম্যান উসমান খাজাও মুখোমুখি হয়েছিলেন একই অবস্থার। তাঁর জার্সির গায়ে লেখা ছিল ‘খজা’! ১২ বছর আগে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে গ্লেন ম্যাকগ্রার জার্সিতে ভুলে লেখা হয়েছিল ‘গ্লেন ম্যাগার্থ’। বিপিএলেও হয়েছিল এই কাণ্ড। রংপুর রাইডার্সের ইংলিশ অলরাউন্ডার লিয়াম ডসনকে যে জার্সি দেওয়া হয়েছিল, সেখানে তাঁর নাম লেখা "ডাসুন"!