তিন গোলে পিছিয়ে থেকেও আর্সেনালের ড্র
৯০ মিনিট শেষে অতিরিক্ত ৬ মিনিটের খেলা চলছে তখন। সানচেজ, পেরেজদের গোলে তিন গোলের ব্যবধানটা কমিয়ে ফেলেছে, কিন্তু সমতা ফেরাতে চাই আরও এক গোল। তখনই আবারো আর্সেনালের ত্রাণকর্তা হয়ে আসলেন জিরু। ৯১ মিনিটে শাকার ক্রসে হেড করে বল জালে পাঠান আর্সেনালের 'স্করপিয়ন কিং'। কামব্যাক পূরণ করলো আর্সেনাল। আর্সেনালের অন্য দুটি গোলের অ্যাসিস্টও এই স্ট্রাইকারেরই। শেষ ২০ মিনিটের নাটকীয়তায় বোর্নমাউথের বিপক্ষে ৩-০ তে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ৩-৩ গোলের ড্র ছিনিয়ে এনেছে আর্সেনাল।
অথচ দুই অর্ধের আর্সেনালের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ-পাতাল। ২০ মিনিটেই ড্যানিয়েলস, উইলসনের গোলে ২-০ তে এগিয়ে যায় বোর্নমাউথ। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই 'চেরি'দের তৃতীয় গোল। অসুস্থতায় ম্যাচ মিস করা মেসুত ওজিলের অভাবটা বেশ ভুগিয়েছে আর্সেনালকে। প্রথমার্ধে গোলেই শট নিতে পারেনি আর্সেনাল, গোল তো দূরের কথা।
তৃতীয় গোলের পরই যেন টনক নড়ে আর্সেনালের। স্বরূপে ফিরতে শুরু করেন সানচেজ, জিরুরা। ৭০ ও ৭৫ মিনিটে সানচেজ ও পেরেজের গোলে দারুণভাবে ম্যাচে ফেরে 'গানার'রা। ম্যাচের শেষদিকে বোর্নমাউথের অধিনায়ক সায়মন ফ্রান্সিস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বোর্নমাউথ। তখনও স্মরণীয় এক জয় হাতছানি দিচ্ছিল এডি হাউয়ের শিষ্যদের। কিন্তু শেষমেশ তা হয়ে ওঠেনি। কপাল পোড়ে জিরুর গোলে। শাকার ক্রস থেকে গোল করে দলকে সমতায় নিয়ে আসেন জিরু। শেষদিকে আর্টারের শট পিটার চেক দক্ষহাতে ফিরিয়ে না দিলে খালি হাতেই ফিরতে হত আর্সেনালকে। নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে এবারই প্রথম ৩ গোলে পিছিয়ে পড়ে ড্র ছিনিয়ে আনলো আর্সেনাল।
এই ড্রতে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। অবশ্য আগামীকাল স্পার্স, চেলসির বিপক্ষে পয়েন্ট পেলেই ৫ম স্থানে নেমে যাবে ওয়েঙ্গারের শিষ্যরা। ৪৪ এবং ৪২ পয়েন্ট নিয়ে যথক্রমে ২য় ও ৩য় স্থানে আছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। টানা ৬ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে খুব একটা পিছিয়ে নেই মরিনহোর ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে চেলসি।