পা ভেঙ্গেও হলুদ কার্ড দেখলেন ফুটবলার!
ফুটবলার চোট পেয়ে মাঠে কাৎরাচ্ছেন আর রেফারি তাকেই দেখাচ্ছেন কার্ড, দৃশ্যটা কল্পনা করুন তো! এমনটাই ঘটেছে ইংলিশ ফুটবলের লিগ টু’র এক ম্যাচে। প্রথমার্ধের শেষদিকে মাঝমাঠে বল দখল করতে গিয়েছিলেন লুটনের ক্যামেরন ম্যাকগিহান ও পোর্টসমাউথের মাইকেল ডয়েল। কিন্তু ট্যাকল করতে গিয়ে বাম পায়ে গুরুতর আঘাত পান ২১ বছর বয়সী আইরিশ ম্যাকগিহান।
সাথে সাথেই ছুটে আসেন ক্লাবের চিকিৎসক ও মেডিকেল স্টাফরা। সেসময় গোঙাতে থাকা ক্যামেরন ব্যথার চোটে পিচের ওপর ঘুষি মেরে বসেন। কিন্তু রেফারি টিম রবিনসনের চোখে এই আচরণকে সঠিক বলে মনে হয়নি। স্ট্রেচারে তোলার সময়ই ক্যামেরনকে দেখান হলুদ কার্ড। কার্ড দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন লুটন মিডফিল্ডার। পরে অবশ্য হাসপাতালে নেবার পর জানা গেছে, ট্যাকলের চোটে বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে ম্যাকগিহানের, মাঠের বাইরে থাকতে হবে কয়েক মাস।
লুটন কোচ নাথান জোন্স অবশ্য বেশ খেপেছেন রেফারির এই সিদ্ধান্তে। সাথে তিরস্কার করেছেন মাঠ ছাড়ার সময় পোর্টসমাউথের দর্শকদের ম্যাকগিহানকে ব্যঙ্গ করাকেও, "একটা কথাই বলবো। আজ পোর্টসমাউথ ভক্তরা যা করেছে তা লজ্জাজনক। প্রমাণ করেছে তারা নিচু মানের ফুটবলপ্রেমী!"
ম্যাকগিহান কোচের সাথে ছবি তুলে টুইট করে জানিয়েছেন, "বিশ্বাসই করতে পারছি না পা ভেঙ্গে ফেলেছি, খুব কষ্ট হলেও সবার কাছ থেকে সমর্থন পাচ্ছি। ধন্যবাদ পাশে থাকার জন্য।"