• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসির জয়রথ থামাল টটেনহাম

    চেলসির জয়রথ থামাল টটেনহাম    

    টানা ১৩ ম্যাচ জিতে উড়ছিল আন্তোনিও কন্তের চেলসি। হাতছানি দিচ্ছিল সেই "অপরাজেয়" আর্সেনালের টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড। ফরমেশন বদলে ৩-৪-৩ এ আসার পর থেকে চেলসিকে প্রায় অপ্রতিরোধ্যই মনে হচ্ছিল। কিন্তু আজ টেবিলের শীর্ষে থাকা 'অল ব্লুজ'দের অবশেষে মাটিতে নামিয়ে আনলো স্পার্স। ইংলিশ 'ওয়ান্ডার বয়' দেলে আলির জোড়া গোলে চেলসিকে ২-০ গোলে হারালো পচেত্তিনোর শিষ্যরা। আজ ওয়াইট হার্ট লেনে হেরে আর্সেনালের রেকর্ডটা আর স্পর্শ করা হল না হ্যাজার্ড, কস্তাদের।

    ম্যাচের আগে পাদপ্রদীপের আলোটা কেইন, কস্তাদের ওপর থাকলেও ম্যাচ শেষে তা পুরোটাই দেলে আলির ওপর। যেখানে পুরো মৌসুমে হেডে গোল খায়নি চেলসি, সেখানে আজই খেয়ে বসলো দু দুটি! প্রথমার্ধের অতিরিক্ত সময় এবং ৫৪ মিনিটে দুটি দর্শনীয় হেডে চেলসির ইস্পাতদৃঢ় ডিফেন্সকে পরাস্ত করেন আলি। দুই গোলই এসেছে এরিকসেনের ক্রস থেকে। '৯৫-এ শেরিংহামের পর এবারই স্পার্সের কোনো খেলোয়াড় লিগে টানা ৩ ম্যাচে জোড়া গোল করলেন। গত মৌসুমে লিগে ৩৩ ম্যাচে করেছিলেন ১০ গোল। আগেরবারের গোল টালি স্পর্শ করতে আলির এবার লাগলো মাত্র ১৯ ম্যাচ! অবশ্য চেলসির আক্রমণভাগের খেলোয়াড়েরা যে নিষ্প্রভ ছিলেন, এমন নয়। কস্তা, হ্যাজার্ডরা সুযোগের সদ্ব্যবহার করতে পারলে ফলাফলটা অন্যরকমও হতে পারতো। 

    এই জয়ে চেলসির টানা জয়ের রেকর্ড থামিয়ে দিল স্পার্স। টানা ৫ জয়ে ৩য় স্থানে উঠে এসেছে কেইন, এরিকসেন, আলিরা। হারের পরও ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে চেলসি। এই হারে চেলসি অবশ্য আশার আলো দেখতেই পারে। শেষ দুবার যখন ওয়াইট হার্ট লেনে হেরেছিল চেলসি, লিগ জিতেছিল দুবারই (০৯-১০ এবং ১৪-১৫)। ৪৪ পয়েন্ট নিয়ে ২য় স্থানে ক্লপের লিভারপুল। স্পার্সের সমান ৪২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৪র্থ স্থানে আছে গার্দিওলার সিটি। ৪১ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে আছে আর্সেনাল। আর ৩৯ পয়েন্ট নিয়ে ছয়ে মরিনহোর ইউনাইটেড।