মানসিক ব্যাপার নিয়েও কাজ করছেন সাব্বির
মাঠ ও মাঠের বাইরে, বেশ কিছুদিন ধরেই একটা ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পার করছেন। বিপিএলেই অনাকাঙ্খিত ঘটনার জন্য বড় অঙ্কের জরিমানা দিয়েছিলেন, শেষদিকে তাঁর ব্যাটিংও কিছুটা এলোমেলো ছিল। নিউজিল্যান্ড সিরিজে সাব্বির ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু বড় ইনিংসটা আর পাওয়া হচ্ছে না। কিন্তু সেটার কারণ কী? সাব্বির নিজেই জানালেন, এই সমস্যাটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে পরিস্থিতির দাবি মেটাতে গিয়ে আউট হয়ে গেছেন। সেখানে আসলে তাঁর খুব বেশি করার ছিল না। কিন্তু পরের দুই ম্যাচে ভালো খেলতে খেলতে রান আউট হয়ে যাওয়া বা উইকেট দিয়ে আসাটার দোষ কিছুটা তাঁর ঘাড়েই বর্তায়। টি-টোয়েন্টিতেও একই গল্পের পুনরাবৃত্তি। যখন বড় একটা কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই ফুলটস বলে নিজের উইকেটটা উপহারই দিয়ে এলেন। সেই দায়টা মেনেও নিলেন, “ফুলটস বলটা বুঝিনি এভাবে চলে আসবে। সেটা আসলে আশা করিনি। আসলে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। আমি শুরু করেছি ভালো,কিন্তু সেটাকে কীভাবে বড় রান পরিণত যায় সে ব্যাপারে আমি চেষ্টা করছি। মানসিক ব্যাপারটা নিয়েও কাজ করছি। আশা করছি, খুব শিগগির ফিরে আসতে পারব।”
নিজে ভালো খেলতে পারছেন না, বাংলাদেশও নিজেদের হারিয়ে খুঁজছে পরাজয়ের গোলকধাঁধায়। এই সিরিজে এখন পর্যন্ত জয় পাওয়া দূরে থাক, কাছাকাছিও যেতে পারেনি। সাব্বির অবশ্য আশাবাদী, পরের ম্যাচ থেকেই দল ঘুরে দাঁড়াতে। তাঁদের ওপর সবাইকে আস্থাও রাখতে বললেন, “আমরা এখানে এসেছি ভালো খেলার জন্য। আমরা ভালো খেলতে পারছি না, এটা ঠিক। তার মানে এই নয়, আমাদের ভালো খেলার সামর্থ্য নেই। পরের দুই ম্যাচে আমরা জয়ের জন্য আপ্রাণ চেষ্টা কব। আমরা সবাই দলীয়ভাবে খেলার জন্য চেষ্টা করছি।