• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে

    জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশকে    

    টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড কত? গত বছরেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৩ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড সিরিজে প্রথম জয়ের মুখ দেখতে হলে সেই রেকর্ডটা পেরিয়ে আরও অনেকদূর যেতে হবে। শুরুতে ব্যাট করে যে নিউজিল্যান্ড ১৯৫ রানের পাহাড়ে চড়ে বসেছে! 


    অথচ শুরুটা কী স্বপ্নের মতোই ছিল বাংলাদেশের! টানা চতুর্থ ম্যাচে টসে জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। মাউন্ট মঙ্গানুইতে বল করারই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। দিনের প্রথম বলেই লুক রঙ্কি যখন তাঁর বলেই মোসাদ্দেককে ক্যাচ দিলেন, মনে হচ্ছিল আজকের দিনটা বাংলাদেশের হলেও হতে পারে।


    সেই আশার পালে আরও জোর হাওয়া দিচ্ছিলেন দুই স্পিনার সাকিব ও মোসাদ্দেক। পঞ্চম ওভারে সাকিব ফিরিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসনের, মোসাদ্দেকের পরের ওভারে নেই কোরি অ্যান্ডারসন। কিন্তু একপাশে কলিন মানরো ঠিকই রান করে যাচ্ছিলেন। টম ব্রুসকে পেয়ে যে সেই যে রানের চাকাটা চলতে শুরু করল, সেটা থামল অনেক পরে গিয়ে। 


    শেষ পর্যন্ত তৃতীয় নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি পেয়েই থেমেছেন মানরো। সেটিও এসেছে মাত্র ৫২ বলেই। সবচেয়ে বেশি তোপ তালয়েছেন মাহমুদউল্লাহর ওপরেই, তাঁর এক ওভারেই নিয়েছেন ২৮ রান। শেষ পর্যন্ত রুবেল হোসেনের বলে যখন আউট হয়েছেন, নিউজিল্যান্ডের রান তখন ২০০ হয়ে যাবে বলেই মনে হচ্ছিল।


    শেষ পর্যন্ত যে সেটা হয়নি, তার কৃতিত্ব রুবেলেরই। শেষদিকে মানরোকে আউট করার পর ওই ওভারেই ফিরিয়ে দিয়েছেন কলিন ডি গ্র্যান্ডোমকে। নিউজিল্যান্ডের রান তাই ২০০ ছুঁতে পারেনি, তবে বাংলাদেশের জন্য সেটাই বোধ হয় ধরাছোঁয়ার বাইরেই!