টেস্ট দলে ডাক পেলেন তাসকিন-রুবেল, দলে নেই মুস্তাফিজ
অভিষেকের পর এখন পর্যন্ত ২৩টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে এখনো টেস্ট ক্যাপ মাথায় ওঠেনি তাসকিন আহমেদের। টেস্ট দূরে থাক, প্রথম শ্রেণীর ক্রিকেটেই সর্বশেষ ম্যাচটাই যে প্রায় চার বছর আগের! তবে ম্যাচ না খেললেও তাসকিনকে লম্বা সংস্করণের জন্য ফিট ভাবছেন নির্বাচকেরা। নিউজিল্যান্ড সিরিজের জন্য দুই টেস্টের দলে তাই ডাক পেয়েছেন তাসকিন ।
তাসকিনের সঙ্গে দলে ডাক পেয়েছেন আরেক পেসার শুভাশীষ রায়ও। লম্বা সংস্করণের জন্য ইংল্যান্ডের সঙ্গে সিরিজেই ভাবা হয়েছিল তাঁকে, কিন্তু খেলার সুযোগ পাননি। তবে ডাক পাননি মুস্তাফিজুর রহমান। চোট থেকে সেরে উঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। তবে পাঁচদিনের ক্রিকেটের জন্য এখনই তাঁকে ফিট মনে করছেন না নির্বাচকেরা। টেস্ট দলে আবার ফিরেছেন রুবেল হোসেন, সর্বশেষ টেস্ট খেলেছিলেন দেড় বছর আগে পাকিস্তানের সঙ্গে। দলে চার পেসারের আরেকজন কামরুল ইসলাম রাব্বি।
ইংল্যান্ডের সঙ্গে সর্বশেষ মিরপুরের বিজয়ী দল থেকে একজনই বাদ পড়েছেন। শুভাগত হোম টি-টোয়েন্টি দলে থাকলেও এবার ডাক পাননি টেস্ট দলে।
আগামী ১২ জানুয়ারি থেকে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট।
প্রথম টেস্টের জন্য ১৫ জনের বাংলাদেশ দলঃ
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়।