জিম্বাবুয়েতে চমকাবে উইন্ডিজ?
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন শতাধিক রান করেও হারের পর পাকিস্তানের বিরুদ্ধে দেড়শ রানের বিশাল জয়। দলটা ওয়েস্ট ইন্ডিজ বলেই এমন ঘুরে দাঁড়ানোয় অবাক হওয়ার অবকাশ থাকে না। তবে অনেকেই চমকে গিয়ে থাকতে পারেন দক্ষিণ আফ্রিকার ঘাম ঝরিয়ে দেয়া জিম্বাবুয়েতে। ম্যাচটা হেরে গেলেও আমিরাতের বিপক্ষে জয় নিয়ে ঠিক ঘুরে দাঁড়িয়েছে হোয়াটমোরের শিষ্যরাও। প্রথম জয়ের প্রসন্নতা সঙ্গী করে এ দুই দল কাল পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ বি’র ১৫তম ম্যাচে, ক্যানবেরায়; বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায়।
মুখোমুখি
দু’ দলের এ পর্যন্ত ৪৪টি দ্বৈরথে ওয়েস্ট ইন্ডিজের জয় ৩৪টিতে, জিম্বাবুয়ের ৯টিতে আর ১টি ম্যাচ শেষ হয় অমীমাংসিতভাবে। বিশ্বকাপে এ যাবত চারবার মুখোমুখির সবক’টিই জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
দুই শিবিরে এক ঝলক
ওয়েস্ট ইন্ডিজ
মাঠের বাইরের অস্থিরতায় বিপর্যস্ত ক্যারিবিয়রা একাদশ বিশ্বকাপ অভিযান শুরু করেছে খর্বশক্তির দল নিয়েই। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে ব্যাটিংয়ের মাঝপথে মাঠ ছাড়েন ড্যারেন ব্র্যাভো। শোনা যাচ্ছে একাধিক ম্যাচ তাঁকে বিশ্রামে থাকতে হতে পারে। তাঁর বদলি হিসেবে দেখা যেতে পারে নতুন মুখ জোনাথান কার্টারকে।
সামান্য চোট আছে অল-রাউন্ডার ড্যারেন স্যামি আর বাঁহাতি স্পিনার সুলেমান বেনের। আয়ারল্যান্ডের বিপক্ষে কার্যত ব্যর্থ উইন্ডিজ টপ অর্ডার পাকিস্তানের বিপক্ষে কিছুটা প্রতিরোধ গড়লেও রান পান নি দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ক্রিস গেইল। দু’ ম্যাচেই দলীয় সংগ্রহ তিনশো পেরোয় মূলত সিমন্স, স্যামিদের কল্যাণে। টেল এন্ডারে আন্দ্রে রাসেলও ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখছেন। দু’ ম্যাচেই উইকেট শিকারে দারুণ সপ্রতিভ ছিলেন পেসার জেরোমে টেইলর।
জিম্বাবুয়ে
বাংলাদেশের কাছে টেস্ট আর ওয়ানডে সিরিজ ‘হোয়াইট ওয়াশ’ দিয়ে গত বছর শেষ করা জিম্বাবুয়ের চেহারা এই সল্প সময়ে অনেকটাই বদলে দিয়েছেন নতুন কোচ ডেভ হোয়াটমোর। অভিজ্ঞ চামু চিভাভাকে দলে ফিরিয়েছেন। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী এই ব্যাটসম্যান করেন ৮২ বলে ৬৪ রান। চোট সারিয়ে এক ম্যাচ বাদে কাল তাঁর আবার মাঠে ফেরার কথা। তাঁর জায়গায় আমিরাতের বিপক্ষে সুযোগ পাওয়া রেজিস চাকাভা ব্যাট হাতে তেমন সুবিধে করতে পারেন নি।
প্রোটিয়াদের বিপক্ষে রান পেয়েছেন দলের দুই অন্যতম সেরা ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। আমিরাতের বিপক্ষে টেলরের সাথে দীর্ঘদিন পর রান পেয়েছেন সিকান্দার রাজা, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিনরা। শন উইলিয়ামসের ৬৫ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংসটি না হলে আরেকটা অঘটন হয়তো সময়ের ব্যাপার ছিল।
আরো পড়ুনঃ
অপেক্ষা গেইল ঝড়ের
টিকে থাকার লড়াই
উদ্ধৃতি
“আয়ারল্যান্ডের কাছে হারের পর দারুণ একটা জয়ে আমরা নতুন করে উদ্যম খুঁজে পেয়েছি। সময় এখন এগিয়ে যাবার। আমাদের সামর্থ্য অনুযায়ী যাত্রাটা একবার শুরু করে দিতে পারলে আমার বিশ্বাস লক্ষ্যে আমরা পৌঁছাবই।” -আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজ।
“ছোটবেলা থেকে তাঁদের খেলা দেখে বড় হয়েছি। আমার খুব প্রিয় একটা দল ছিল ওয়েস্ট ইন্ডিজ। তাঁদের বিপক্ষে খেলাটা সবসময়ই উপভোগ করি।” -হ্যামিলটন মাসাকাদজা, জিম্বাবুয়ে।