• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    তামিম বলছেন, দল এবার অন্তত লড়াই করছে

    তামিম বলছেন, দল এবার অন্তত লড়াই করছে    

    বিদেশে বাংলাদেশ দলের সফর মানেই শুন্য হাতে দেশে ফিরে আসা। আড়াই বছর আগে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। কিন্তু ওই সিরিজের পর দেশের মাটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডকে হারিয়েছে। তারপরও বিদেশে বাংলাদেশ দল আবারও ছন্নছাড়া, নিউজিল্যান্ড সফরে এখনো তো পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে। তবে তামিম ইকবাল সবাইকে আশার বাণী শোনাচ্ছেন, খুব শিগগিরই সেই জয়টা পেয়ে যেতে পারে বাংলাদেশ।

    এখন পর্যন্ত নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের মতোই কেটেছে বাংলাদেশের। পাঁচটি ওয়ানডে বা টি-টোয়েন্টির একটিতেও জিততে পারেনি। আগামীকাল রোববার শেষ টি-টোয়েন্টিতে কি ওই বৃত্ত থেকে বেরুতে পারবে? তামিম সবাইকে ধৈর্য ধরতে বলছেন, খুব শিগগির সেই মুহূর্ত এসে যাবে, “সবকিছুর একটা সময় থাকে, আমার মনে হয় আমাদের সবার ধৈর্য্য ধরা উচিত। খেলোয়াড়দের পক্ষ থেকে কমিন্টমেন্টের কোনো অভাব নেই। সবাই চেষ্টা করছি অন্তত একটা ম্যাচ জেতার। খেলোয়াড়দের মধ্যে কোথাও না কোথাও এই বিশ্বাস আছে আমরা জিততে পারব। এখানে হারার জন্য এসেছি, এটা মনে করার কোনো কারণ নেই। আমরা চেষ্টা করছি। আমরা স্বপ্ন দেখাও বন্ধ করছি না।”

    তামিম মনে করিয়ে দিচ্ছেন, এর আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ একরকম অসহায় আত্মসমর্পণ করেছিল। তবে এই সফরে অন্তত কয়েকটা ম্যাচে একটু হলেও লড়াই করতে পেরেছে, “এমন কিছু পরিস্থিতি এসেছিল, যখন মনে হয়েছিল আমরা জিততে পারি। এই ব্যাপারটা আমাদের কাছে অনেকই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই বিশ্বাসটা রাখলে আমরা ম্যাচ জেতাও শুরু করব। এই সফরের পর অনেকে আমাদের ওপর নাখোশ থাকবেন। তবে একটা কথাই বলব, ২০১০ সালে যখন এসেছিলাম এবারের সঙ্গে তুলনা করলে দেখবেন আমরা সুযোগ তৈরি করতে পেরেছি।”

    এমনিতেই বিদেশের মাটিতে নিয়মিত খেলার সুযোগ মেলে না বাংলাদেশের। তামিম আশাবাদী, নিয়মিত খেলার সুযোগ পেলে আরও দ্রুত কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হতে পারবেন, “বিদশের মাটিতে ভালো করতে  আমাদের নিয়মিত খেলতে হবে। আগামী ৫-১০ ম্যাচে ফল আমাদের পক্ষে নাও আসতে পারে। কিন্তু ধীরে ধীরে ভুলগুলো শুধরে নিতে পারলে আমরা ভালো করতে পারব।”