ফার্গুসনের মতো দীর্ঘ ক্যারিয়ার চান কন্তে
কিছুদিন আগে সিটি কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, ডাগআউটে নাকি খুব বেশিদিন দেখা যাবে না তাকে। আভাস দিয়েছিলেন, কোচিং ক্যারিয়ারের শেষের শুরুটা হয়ে গেছে। তবে চেলসি কোচ আন্তোনিও কন্তের কিন্তু এরকম কোনো পরিকল্পনা নেই। কিংবদন্তি ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন এবং আর্সেনাল কোচ আরসেন ওয়েঙ্গারের মতো কোচিং ক্যারিয়ার দীর্ঘায়িত করতে মুখিয়ে আছেন।
ফার্গুসন অবসর নিয়েছিলেন ৭১ বছর বয়সে, ৬৭ বছর বয়সী ওয়েঙ্গারে এখনো দায়িত্ব পালন করছেন। ৪৭ বছর বয়সী কন্তে মনে করেন, তাদের দুইজনের মতো ক্যারিয়ার করাটা সহজ হবে না, “তাঁরা দুজন রীতিমতো ‘দানব’! স্যার অ্যালেক্স তো আমার আদর্শ। তাঁরা দুজন যত বছর কোচিং করিয়েছেন, সেটাকে স্পর্শ করা সহজ নয়।”
পেপ তো ২-৩ বছর পরেই নিজের ক্যারিয়ারের সমাপ্তি দেখছেন। কন্তেরটা তাহলে কবে শেষ হবে? এরকম প্রশ্নের উত্তরটা মজা করেই দিয়েছেন এই ইতালিয়ান, “আরও ২০ বছর? আমি তো এরকমটাই চাই। কিন্তু আমার স্ত্রীকে কিন্তু এসব বলবেন না কেউ! আসলে ফুটবলটা আমাদের জীবন। এত চাপ, হতাশা সবকিছু মিলিয়েই এটা আমাদের জীবনের বড় একটা অংশ। এটা না থাকলে তো মনে হয় আমরা মারাই যাবো! ফার্গুসনদের মতো লম্বা ক্যারিয়ার না হলেও আশা করি আরও ১০ বছর তো থাকবোই।”
প্রতিপক্ষ কোচ গার্দিওলার ওরকম ঘোষণায় একটু হলেও অবাক হয়েছেন কন্তে। তিনি আশা করছেন, গার্দিওলা আরও বেশি সময় ধরেই কোচিংটা চালিয়ে যাবেন, “আমি পেপেকে অনেক সম্মান করি। তাঁর কোচিং কৌশল দারুণ। আসলে ২০ বছর ফুটবল খেলার পর আপনি ক্লান্ত থাকবেন। এরপর যদি দ্রুতই কোচ হয়ে যান তাহলে ক্লান্তি দূর করার সুযোগটাও পাবেন না। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ধকল যায়। আশা করি পেপ আরও দীর্ঘ সময় কাজটা চালিয়ে যাবে।”