বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন অ্যান্ডারসন
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হতে হয়েছে। টেস্টে ব্যতিক্রম কিছু হলেই বরং বিস্ময়ের হবে। নিউজিল্যান্ডের মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচই তো জিততে পারেনি বাংলাদেশ। তবে কোরি অ্যান্ডারসন সতর্ক করে দিচ্ছেন, টেস্টে বাংলাদেশকে হালকাভাবে নেবে না নিউজিল্যান্ড।
প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছু করতে পারনেনি। তবে শেষ ম্যাচেই নিজেকে চিনিয়েছেন অ্যান্ডারসন। ৪১ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন, টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১০টি ছয়ের রেকর্ডও হয়ে গেছে। আরেকটু হলে ভেঙে ফেলেছিলেন টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও।
নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে টেস্টে হারাতে খুব সমস্যাও হওয়ার কথা নয় নিউজিল্যান্ডের। তবে অ্যান্ডারসন জানিয়ে দিচ্ছেন, প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না নিউজিল্যান্ড, “আমাদের নিশ্চিত করতে হবে সবাই যেন তাদের কাজটা ঠিকঠাক করে, টেস্টে যেন কেউ এক ইঞ্চি জায়গাও ছেড়ে না দেয়।” বাংলাদেশ আত্মসমর্পণ করবে, এমন ধারণাও খুব একটা আমলে নিচ্ছেন না কিউই অলরাউন্ডার, “ওরা ভুগবে এরকম কিছু আমার একদমই মনে হচ্ছে না। আমি বরং ওদের কাছ থেকে ভালো একটা লড়াই-ই আশা করছি।”
গত বছর ক্রাইস্টচার্চে সর্বশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলেছিলেন অ্যান্ডারসন। কিন্তু এরপর চোটের জন্য সাদা পোশাকে আর নামতে পারেননি। এখন দলে ফিরলেও বোলিংটা করতে পারছেন না। তবে অ্যান্ডারসন আশাবাদী, খুব শিগগির সেটি শুরু করতে পারবেন। কে জানে, বাংলাদেশের বিপক্ষেই হয়তো আবার দেখা যাবে দুই ভূমিকাতেই!