• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    ক্যানবেরায় গেইল-তাণ্ডব

    ক্যানবেরায় গেইল-তাণ্ডব    

    সর্বশেষ শতকটা পেয়েছিলেন ২০১৩ সালের জুনে, শ্রীলংকার বিপক্ষে; অর্ধশতকের দেখাও পান না আট ইনিংস ধরে। গত ২০ মাসে খেলা ১৯টি একদিনের আন্তর্জাতিক ইনিংসে ত্রিশের উপর রান করেছেন কেবল ৩ বার, গড় নেমে এসেছে ১৪.৪২-এ! ক্রিস গেইল কি ফুরিয়ে গেছেন ? সব সমালোচনার জবাব এমনভাবেই দিলেন, সমালোচকদের এখন মুখ দেখানো দায়!

     

     

    ক্যানবেরায় ক্রিস গেইল যা করেছেন, সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার। ক্রিস গেইল আজ করলেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরি পূর্ণ করেছেন একটু রয়েসয়েই, খেলতে হয়েছে ১০৫ বল। এরপর যা করলেন, সেটাকে বোলারদের জন্য দুঃস্বপ্ন বললেও কম বলা হয়। ১০০ থেকে ১৫০ করেছেন ২২ বলে, ১৫০ থেকে ২০০ মাত্র ১২ বলে ! শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে যখন আউট হলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ২১৫ রান!

     

    গেইলের জন্য আজ আসলে রেকর্ডবুকের অনেক কিছুই লিখতে হচ্ছে নতুন করে। নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল এই জিম্বাবুয়ের সাথেই (১৫১), সেটা তো ছাড়িয়ে গেছেনই। ওয়ানডে ইতিহাসেও প্রথম অভারতীয় হিসেবে পেয়েছেন ডাবল সেঞ্চুরি। ১৬টি ছক্কা মেরে এবি ডি ভিলিয়ার্স ও রোহিত শর্মার এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন।

     

     

     

    ওপাশ থেকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্যামুয়েলস। শুরুতে স্লথ হলেও ধীরে ধীরে হাত খুলে খেলেছেন স্যামুয়েলস। দুজন মিলে গড়েছেন ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের জুটির নতুন রেকর্ড (আগের রেকর্ড শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের ৩৩১ রান)।