• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    ইমরুলের চোটে টনক নড়লো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের

    ইমরুলের চোটে টনক নড়লো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের    

    বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টিটোয়েন্টিতে নিউজিল্যান্ডের ইনিংসে দ্বাদশ ওভারের খেলা চলছে। তৃতীয় ডেলিভারিতে অফ স্ট্যাম্পের বাইরে মাশরাফির স্লোয়ার লং অফের সীমানার বাইরে আছড়ে ফেললেন কোরি অ্যান্ডারসন। ছয় বাঁচানোর প্রানান্ত চেষ্টাই করলেন ইমরুল কায়েস, নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দড়ির বাইরে থাকা বিজ্ঞাপন বোর্ডের ওপর দিয়ে হুমড়ি খেয়ে পড়লেন। এলইডি বোর্ডের ওপর থাকা ধাতব বোল্টে লেগে আঘাত পেলেন হাঁটুতে। খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়লেন, এরপর ব্যাটিংয়েও নামেন নি। কায়েসের এমন গুরুতর ইনজুরিতে বিষয়টি গুরুত্বের সাথে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। অবশেষে ওই বিপদজনক বোল্ট বিজ্ঞাপন বোর্ডের উপর থেকে সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানকে নির্দেশও দেয়া হয়েছে বোর্ডের তরফে।

     

    ইমরুল কায়েসের চোট পাবার ওই ঘটনার পরপরই বিজ্ঞাপনের এলইডি বোর্ডগুলো সরবরাহকারী প্রতিষ্ঠান টেকফ্রন্টের সাথে এ ব্যাপারে আলোচনায় বসে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। স্টিল বোল্টের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায় সে নিয়ে আলোচনায় স্টিলের উপর রাবারের ক্যাপ বা ফোম ব্যবহার করার চিন্তা করা হয়। তবে শেষ পর্যন্ত ওই স্টিলের বোল্টগুলোই সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়।

     

    নিউজিল্যান্ড ক্রিকেটের পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার রিচার্ড বুক বলছেন কায়েসের চোট বিষয়টি তাঁদেরকে গুরুত্বের সাথে ভাবতে বাধ্য করেছে, “ঘটনাটি ঘটনার সাথেসাথেই আমরা এ ব্যাপারে অনুসন্ধান শুরু করি। খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুরক্ষার বিষয়টি সবার আগে এবং কিভাবে এই ঝুঁকি কমানো যায় সে নিয়ে আমরা কথা বলছি।”

     

    তবে স্টিলের এই বোল্ট কেবলমাত্র নিউজিল্যান্ডেই ব্যবহার হয় তা নয়। সিঙ্গাপুরভিত্তিক সেবাদাতা সংস্থা টেকফ্রন্ট এ ধরণের বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজ করে থাকে বৈশ্বিক আরও অনেক ইভেন্টেই। কায়েসের চোটে তাই হয়তো আমূল পরিবর্তনই আসতে পারে সীমানা প্রাচীরের বিজ্ঞাপন বোর্ডে স্টিলের বোল্ট ব্যবহারে।