ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে করাচির একটি আদালত। তাঁর দায়ের করা একটি মামলার ৩১টি শুনানিতে আদালতে হাজিরা না দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন আদালত।
গত বছরের ৬ আগস্ট জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাস্ট বোলিং ক্যাম্প শেষে বাড়ি ফিরছিলেন আকরাম। ফেরার পথে করাচির কারসাজ রোডে অবসরপ্রাপ্ত মেজর আমিনুর রেহমানের গাড়ি ধাক্কা দেয় আকরামের মার্সিডিসকে। ধাক্কা লাগার পর আকরামের গাড়িকে লক্ষ্য করে আমিনুর তাঁর বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোঁড়েন। এই ঘটনায় আদালতে মামলা করেন আকরাম। সেই সময় তাঁর কাছে ক্ষমা চেয়ে আগাম জামিন পেয়েছিলেন আমিনুর।
তবে পরবর্তীতে দুই পক্ষের মাঝে মীমাংসা হয়ে যাওয়ায় মামলার শুনানিগুলোতে যাননি আকরাম। টানা এতগুলো শুনানিতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতার এড়াতে আগামী ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে আকরামকে।