গেইলময় রেকর্ডগুলি.....
বাজে সময়কে পেছনে ফেলে একটা ঝড়ের প্রতীক্ষা তাঁর কাছ থেকে আশা করছিলেন অনেকেই। ভাগ্যের প্রসন্ন বাতাসের পরশ জোরেশোরে লাগার দিনটায় ক্যানবেরায় তাণ্ডব সৃষ্টির পাশাপাশি ক্রিকেটের রেকর্ড বইয়ের বহু অংশ নতুন করে লেখালেন ক্রিস্টোফার হেনরি গেইল নামক এই ব্যক্তি, যেখানে আছে কিছু দলীয় কীর্তিও।
-গেইলের করা আজকের ‘ডাবল সেঞ্চুরি’টা ওয়ানডেতে ইতিমধ্যে হওয়া পাঁচটি ‘ডাবল সেঞ্চুরি’-র মধ্যে দ্রুততম।
-বিশ্বকাপ ইতিহাসে এটাই প্রথম ‘ডাবল সেঞ্চুরি’।
-গেইলই প্রথম অভারতীয় ক্রিকেটার হিসেবে দুইশোর্ধ স্কোর করলেন একদিনের আন্তর্জাতিকে।
-স্যামুয়েলসকে নিয়ে গড়া তাঁর ৩৭২ রানের জুটিটা বিশ্বকাপে তো বটেই, ওয়ানডে ইতিহাসেই যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের ‘পার্টনারশিপ’। আগের রেকর্ডটা ছিল শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ের ৩৩১ রান।
-মজার ব্যাপার হল, জিম্বাবুয়ের বিপক্ষে আজ ওয়েস্ট ইন্ডিজের মোট সংগ্রহও ঠিক ৩৭২।
-এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার(১৬) রেকর্ডে রোহিত শর্মা ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ভাগ বসিয়েছেন গেইল।
-সবচেয়ে বড় কাকতালীয় ব্যাপারটা অবশ্য অন্য জায়গায়। আজ ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি, পাঁচ বছর আগের(২০১০) ঠিক এই দিনে ওয়ানডে ইতিহাসের প্রথম ‘ডাবল সেঞ্চুরি’ করেছিলেন টেন্ডুলকার। ছবি-সৌজন্যঃএপি