• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    গেইল-ফ্যাক্টরের কাছে হেরে গেল জিম্বাবুয়ে

    গেইল-ফ্যাক্টরের কাছে হেরে গেল জিম্বাবুয়ে    

    ম্যাচটা শেষ হওয়ার কিছুক্ষণ আগের ঘটনা, নবম ব্যাটসম্যান হিসেবে আউট হবার পথে জেরোম টেইলরের একটি বলে এক্সট্রা কাভারে থাকা গেইলকে সহজ ক্যাচ তুলে দেন এলটন চিগুম্বুরা। মামুলি সে ক্যাচটা ধরে অন্তত পাঁচ-ছয়টি গড়ান দিলেন গেইল, আনন্দ যেন আর ধরছিলই না তাঁর।

     

    হবে নাই বা কেন? সর্বশেষ শতকটা পেয়েছিলেন ১৯ মাস আগে; অর্ধশতকের দেখাও পান না আট ইনিংস ধরে। গত ২০ মাসে খেলা ১৯টি একদিনের আন্তর্জাতিক ইনিংসে ত্রিশের উপর রান করেছেন কেবল ৩ বার, গড় নেমে এসেছে ১৪.৪২-এ! ক্রিস গেইল কি ফুরিয়ে গেছেন ? সব সমালোচনার জবাব এমনভাবেই দিলেন, সমালোচকদের এখন মুখ দেখানো দায়!

     

     

    পুরো দিনটাই যে আজ গেইলময়। বিশ্বকাপে প্রথম ‘ডাবল সেঞ্চুরিয়ান’ হওয়ার দিনে বল হাতেও নিয়েছেন দুই উইকেট। ক্যাচ লুফে নেওয়াদের তালিকায়ও নিজের নামটা উঠিয়ে অমন উদযাপনকে বাড়াবাড়ি বলতে পারেন না আপনি।

     

    একথা আজ অস্বীকার করবেন না কেউই যে, জিম্বাবুয়ে আজ হেরে গেছে মূলত গেইল-ফ্যাক্টরের কাছে। ব্যাটিংটা তারাও খারাপ করেনি একেবারে। লক্ষ্যটা তিনশোর কাছাকাছি হলে জম্পেশ একটা লড়াই হয়তো দেখতে পেতেন ক্যানবেরার দর্শকরা। ৪৮ ওভারে ৩৬৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে প্রাথমিকভাবে বিপদে পড়ে গিয়েছিল তারা। পরে ব্রেন্ডন টেইলর(৩৭), শন উইলিয়ামস(৭৬) ও ক্রেইগ আরভিনের(৫২) ব্যাটে লড়াইয়ে ফেরে। তবে এ তিনজনের বিদায়ের পর ম্যাচ থেকে ছিটকে পড়ে এলটন চিগুম্বুরার দল। বোলিংয়ে গেইলের দুটোর সাথে টেইলর ও অধিনায়ক জেসন হোল্ডার নেন তিনটি করে উইকেট।

     

     

    আর ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের সময়টায় ক্রিস গেইল যা করেছেন, সেটাকে ভাষায় ফুটিয়ে তোলাটা সত্যিই কষ্টসাধ্য । পাঁচ বছর আগের ঠিক এই দিনে ওয়ানডে ইতিহাসের প্রথম ‘ডাবল সেঞ্চুরি’ করেছিলেন শচীন টেন্ডুলকার। ক্রিস গেইল আজ করলেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম ‘ডাবল সেঞ্চুরি’।

     

    ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন একটু রয়েসয়েই, খেলতে হয়েছে ১০৫ বল। এরপর যা করলেন, সেটাকে বোলারদের জন্য দুঃস্বপ্ন বললেও কম বলা হয়। ১০০ থেকে ১৫০ করেছেন ২২ বলে, ১৫০ থেকে ২০০ মাত্র ১২ বলে ! শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে যখন আউট হলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ২১৫ রান!ওপাশ থেকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্যামুয়েলস। শুরুতে স্লথ হলেও ধীরে ধীরে হাত খুলে খেলেছেন স্যামুয়েলস। দুজন মিলে গড়েছেন ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের জুটির নতুন রেকর্ডছবি-সৌজন্যঃগেটিইমেজেস