দেশে ফেরত যাচ্ছেন মঈন
মাঠে হারছে দল, মাঠের বাইরেও একের পর এক বিতর্কে জেরবার পাকিস্তান ক্রিকেট দল। আট খেলোয়াড়ের কার্ফিউ ভঙ্গ করা, ফিল্ডিং কোচের সাথে খেলোয়াড়দের বিবাদের পর এবার নতুন খবরের জন্ম দিলেন প্রধান নির্বাচক মঈন খান। দলীয় নিয়ম ভঙ্গ করে রাত পর্যন্ত ক্যাসিনোতে থাকার পর এখন দেশে ফেরত চলে যেতে হচ্ছে সাবেক এই ক্রিকেটারকে।
ঘটনাটা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাকিস্তান ম্যাচের দুই দিন আগে। ক্রাইস্টচার্চের একটা ক্যাসিনোতে দেখা যায় মঈনকে। পরে অবশ্য পিসিবির কাছে দাবি করেছেন, রাতের খাবার খাওয়ার জন্য স্ত্রীকে নিয়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি পিসিবি, সেকারণেই দেশে ফেরত পাঠানোর মতো কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান বোর্ড।
পিসিবির প্রধান নির্বাহী নজম শেঠী অবশ্য দাবি করেছেন, মঈন যেহেতু দলের অংশ নন, এই ঘটনা দলের ওপর কোনো প্রভাব ফেলবে না। সেই দাবিটা ঠিক কিনা, সেটা জিম্বাবুয়ের সঙ্গে সামনের ম্যাচেই বোঝা যাবে।