• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'ক্লপের চেয়ে আমার মাথা ঠান্ডা রাখার ক্ষমতা বেশী'

    'ক্লপের চেয়ে আমার মাথা ঠান্ডা রাখার ক্ষমতা বেশী'    

    গত কয়েকটা সপ্তাহ দারুণ যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের বিপক্ষে রবিবার নিজেদের মাঠে রেড ডেভিলরা পুরো তিন পয়েন্ট পেলে দু’ দলের পয়েন্ট ব্যবধান কমে হবে দুই। ‘হাই ভোল্টেজ’ ম্যাচটিতে মাথা ঠান্ডা রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ হবে মন্তব্য করে ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো বলছেন, এই জায়গাটায় তিনি লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপের চেয়ে এগিয়ে থাকবেন বলেই তাঁর ধারণা।

     

     

    দু’জনের মধ্যে অনেক মিল-অমিল থাকলেও মেজাজ ধরে রাখার ব্যাপারে ক্লপের চেয়ে তাঁর দক্ষতা বেশী বলে দাবী মরিনহোর, “আমরা দু’জনেই জেতার জন্য মুখিয়ে থাকি, যেমনটা সব ম্যানেজারই থাকে। প্রত্যেকেরই আলাদা একটা ব্যক্তিত্ব আছে, কোচিংয়ের কৌশলে স্বকীয়তা আছে, নেতৃত্ব দেয়ার আলাদা একটা ধরণ আছে। কিছু ব্যাপারে তো আমাদের মিল আছেই, আবার কিছু অমিল আমাদের ভিন্নতার পরিচায়ক। এই ম্যাচের কথা যদি বলেন তাহলে তিনি যেমন ম্যাচটা খেলতে মুখিয়ে আছেন, আমিও তাই আছি। আমি নিশ্চিত না তাঁর (ক্লপ) মাথা ঠান্ডা রাখার ক্ষমতা আমার মতো কিনা, তবে আমাদের দু’জনের ক্যারিয়ারেই এটা নিছকই আরেকটা বড় ম্যাচ।”

     

    অবশ্য তাই বলে দলের গোল উদযাপনের ক্ষেত্রে আবেগে কোনো লাগাম দিতে নারাজ মরিনহো। ২০০৪ সালে এই ওল্ড ট্র্যাফোর্ডেই মরিনহোর এফসি পোর্তো শেষ মুহুর্তের গোলে ইউনাইটেডকে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে দেয়ার পর উল্লসিত মরিনহো টাচলাইন ধরে দৌড়েছিলেন। পরিস্থিতির বিচারে তেমন কিছুর পুনরাবৃত্তি করতেও তিনি দ্বিধাবোধ করবেন না বলেই জানাচ্ছেন, “দৌড়াতে তো পারিই, সেটা কোনো সমস্যা নয়। প্রশ্ন হচ্ছে শেষ মুহূর্তের গোলে জয় আসবে কিনা। তেমন হলে আমি দৌড়াবো, সেটা কোনো ব্যাপার না।”