• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লেস্টারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই নেই কস্তা

    লেস্টারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই নেই কস্তা    

    ১৯ ম্যাচ থেকে ১৪ গোল করে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই। পাঁচ পয়েন্ট লিড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তাঁর দল চেলসিও। তবে এমন দারুণ সময়টা ঠিক উপভোগ করতে পারছেন না দিয়েগো কস্তা। কোচের সাথে বিবাদে জড়িয়ে লেস্টার সিটির বিপক্ষে আজ রাতের ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে তাঁকে। এছাড়া চায়নিজ লিগ থেকে আসা লোভনীয় প্রস্তাবও স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর অবস্থানটা অস্বস্তিকর করে তুলেছে।

     

     

    লেস্টারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলতে দলের সঙ্গী হন নি কস্তা। বরং গত তিনদিন ধরে চেলসির ট্রেনিং সেন্টার  কোভামে একা একাই অনুশীলন করতে দেখা গেছে তাঁকে। সম্প্রটি ফিটনেস কোচের সাথে ইনজুরি বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করে কোচের বিরাগভাজন হন কস্তা। এর শাস্তি হিসেবে আজকের ম্যাচে তাঁকে স্কোয়াডেই রাখেন নি চেলসি ম্যানেজার আন্তনিও কন্তে।

     

    তবে স্রেফ এ কারণে কস্তাকে বসিয়ে রাখা হচ্ছে না- এমন গুঞ্জনও উঠেছে জোরেশোরেই। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের দাবী অনুসারে একটি চায়নিজ ক্লাবের তরফে স্প্যানিশ স্ট্রাইকারের কাছে আসা বার্ষিক ৩ কোটি পাউন্ডের (কর পরিশোধের পর) প্রস্তাবও স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর শক্ত অবস্থান কিছুটা নড়বড়ে করে দিয়েছে। চেলসির সাথে কস্তার বর্তমান চুক্তির মেয়াদ ২০১৯ সালের জুন পর্যন্ত থাকলেও ক্লাব কর্তৃপক্ষ সেটা আরও বাড়াতে আগ্রহী ছিল। তবে চীনা ওই ক্লাবের প্রস্তাবের পর চেলসি তাঁর সাথে বর্তমান চুক্তিটাই ধরে রাখার উপর জোর দিচ্ছে।

     

    এর আগে গত বছর স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে প্রস্তাব আসলেও চেলসি কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছিল যে কোনো মূল্যেই কস্তাকে বিক্রি করা হবে না।

     

    কিন্তু চায়নিজ ক্লাববগুলোর লোভনীয় সব প্রস্তাব যে বড় ক্লাবগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে সেটা প্রকাশ পেয়েছে চেলসি ম্যানেজার কন্তের ভাষ্যেই। গত মাসে তাঁর দলের আরেক বড় তারকা অস্কার ৬ কোটি পাউন্ডে চায়নিজ ক্লাব সাংহাইয়ে যোগ দেয়ার পর কন্তে চীনা ক্লাবগুলোর এমন প্রস্তাব গোটা বিশ্বের ফুটবলের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেন।