এবার মাহমুদউল্লাহ 'চমক'
লেগস্ট্যাম্পের অনেক বাইরের বল। যেন হাত ফসকে বেড়িয়ে গেছে। বিজে ওয়াটলিং বলটাকে পাঠাতে চাইলেন যেন দূর সীমানায়, লাগলো শুধু ব্যাটের কানায়। ইমরুল কায়েস বলকে অনুসরণ করলেন, তবে শেষ মুহুর্তে সরিয়ে নিলেন চোখ। গ্লাভস অবশ্য বাড়িয়েই রেখেছিলেন, বল জমা পড়লো তাতেই। আম্পায়ার পল রাইফেল আউট দিলেন না, রিভিউ নিলো বাংলাদেশ। হটস্পটে আঁচড় পাওয়া গেল, ৪৯ রানে দাঁড়িয়ে ওয়াটলিং এর চেয়ে খারাপ আর কিভাবে আউট হতে পারতেন! লাঞ্চের আগের বোলিংয়ে পাওয়া আশা মিলিয়ে যাচ্ছিল যে ৭ম উইকেট জুটিতে, ৭৩ রানের সে জুটি এর চেয়ে ‘অপ্রত্যাশিত’ আর কোনভাবে ভাঙ্গতে পারতো! মাহমুদউল্লাহ, এনে দিলেন সেই কাংখিত ব্রেকথ্রু, অপ্রত্যাশিতভাবে!
মাহমুদউল্লাহ চমক বাকী তখনও। নতুন ব্যাটসম্যান টিম সাউদি আর্মবলটা পড়তে ব্যর্থ, ব্যাটে লাগাতেও ব্যর্থ হলেন। রাইফেল এবার সাড়া দিলেন আবেদনে, সাউদি যেন শুধু নেয়ার জন্যই নিলেন রিভিউ। পরিষ্কার আউট।২ উইকেট হাতে তখনও ১২২ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।
পরের ওভারে নেইল ওয়াগনার সামনে এসে মারতে চাইলেন, বল প্যাডে লেগে গেল স্লিপে। রাইফেল এবার আউট দিলেন না, রিভিউ নিলো বাংলাদেশ। প্রযুক্তি বাংলাদেশের পক্ষে কিছু দেখালো না। চা-বিরতিতে যাওয়ার আগে নিউজিল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৪৯২ রান। প্রথম সেশনের মতো এ সেশনেরও শেষের দিকে এসে উইকেটের দেখা পেলো বাংলাদেশ, মাহমুদউল্লাহর চমকে।
বাকী দুই উইকেট নিতে নিশ্চয়ই শেষ সেশনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাইবে না বাংলাদেশ!