• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সিটির জালে এভারটনের চার গোল!

    সিটির জালে এভারটনের চার গোল!    

    সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পেপ গার্দিওলার। প্রিমিয়ার লিগে প্রথম ৬ ম্যাচের ৬টিই জেতার পর থেকেই নিজেদের হারিয়ে খুঁজছে ম্যানচেস্টার সিটি। ধারাবাহিকতার অভাবে ভোগা সিটিজেনদের এবার রীতিমত অপদস্থই করলো এভারটন। গুডিসন পার্কে লুকাকুদের সামনে বলতে গেলে তাসের ঘরের মতই ভেঙ্গে পড়েছে সিটির ডিফেন্স। লুকাকু, মিরালাস, ডেভিস ও অভিষিক্ত লুকম্যানের গোলে গার্দিওলার শিষ্যদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে রনাল্ড কুম্যানের দল।

    গত মৌসুম শেষে এই এভারটন ছেড়েই ম্যান সিটিতে যোগ দিয়েছিলেন জন স্টোন্স। শুধুমাত্র রক্ষণভাগের পেছনে প্রায় ১০০ মিলিয়ন খরচ করলেও ডিফেন্সটাই ভোগাচ্ছিল সিটিজেনদের। কিন্তু লুকাকুদের সামলাতে গিয়ে মন নাকানিচুবানি খাবে সিটির ডিফেন্ডাররা, রনাল্ড কুম্যানও খুব সম্ভবত এমনটা ভাবেননি। ৩৪ মিনিটেই লুকাকুর গোলের সূত্রপাতটাও হয়েছিল সিটি ডিফেন্ডার ক্লিশির ভুলে।

    দ্বিতীয়ার্ধের মিনিটখানেকের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করে এভারটন। ৪৬ মিনিটে বার্কলির পাস থেকে এভারটনের দ্বিতীয় গোল করেন কেভিন মিরালাস। ৭৯ মিনিটে আসে ম্যাচের অন্যতম সেরা মূহুর্ত। ডানপ্রান্তে দুজন ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে বক্সে ঢুকেন টিন এজার টম ডেভিস। গোল পোস্ট ছেড়ে এগিয়ে আসা ব্রাভোকে চিপ করে এভারটনের হয়ে নিজের প্রথম গোল করেন ডেভিস। গোলের পরপরই 'টমি! টমি!!' চিৎকারে ভারী হয়ে ওঠে গুডিসনের বাতাস। আর অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে এভারটনের হয়ে অভিষেকেই লক্ষ্যভেদ করেন আরেক টিনএজার আদেমোলা লুকম্যান।  সপ্তাহখানেক আগেই চার্লটন থেকে এভারটনে পাড়ি জমিয়েছিলেন লুকম্যান। নিজের অভিষেকটা বোধ হয় এরচেয়ে স্মরণীয় করে রাখতে পারতেন না তিনি! আজকের হারটি ছিল গার্দিওলার লিগ ক্যারিয়ারের সবচেয়ে বড় হার।

     এই হারে শিরোপাদৌড়ে আরও পিছিয়ে পড়ল ম্যানসিটি। ২১ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে নেমে গেল গার্দিওলার শিষ্যরা। আজ ম্যান ইউনাইটেড লিভারপুল ৩ বা ততোর্ধ্ব ব্যবধানে হারালে ৬ষ্ঠ স্থানে নেমে যাবে ম্যানচেস্টারের নীল দল।