গুরুত্বহীন নয় মোটেই
দুই সহযোগী সদস্য দেশের লড়াই হতে পারে, কিন্তু বিশ্বকাপে কালকের ম্যাচটার দিকে সতর্ক নজর থাকবে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মত বড় দলগুলোরও। বিশ্বকাপ আসরে বরাবরই তাক লাগাতে পারদর্শী আইরিশরা এবারও চমকে দিয়েছে নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালে অংশগ্রহনের বড় দাবিদারও হয়ে উঠেছে তারা। সে লক্ষ্যে ব্রিসবেনের গ্যাবায় তাদের প্রতিপক্ষ কাল সংযুক্ত আরব আমিরাত।
এদিকে আমিরাতের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না মোটেই। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের সাথে হারলেও লড়াই করেছে ম্যাচের একেবারে শেষ পর্যন্ত। সেদিন ২৮৫ রানের বড় সংগ্রহ করার পথে বিস্ফোরক ইনিংস খেলা শাইমান আনোয়ারকে হয়তো ব্যাটিং অর্ডারে একটু উপরের দিকে নিয়ে আসা হবে।
আর আয়ারল্যান্ড দলে অভিজ্ঞ অ্যালেক্স কুসাকের ফেরাটা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ যার বিকল্প হিসেবে তাঁর খেলার কথা ছিল, সেই অ্যান্ডি ম্যাকব্রাইন ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটায় ১০ ওভারে ২৬ রান দিয়েছিলেন। মনে করিয়ে দেই, ম্যাচটাতে দু'দল মিলে রান করেছিল ৬১১!
ছবি-সৌজন্যঃএএফপি