• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    উইকেট, চোটে বড় আঘাত!

    উইকেট, চোটে বড় আঘাত!    

    কাল এসেছিল স্ট্রেচার। আজ অ্যাম্বুলেন্স। ক্রিকেট মাঠের ভেতরে আপনি শেষ যে দৃশ্যটা দেখতে চান! আঙ্গুলের চোটের কারণে মুশফিকুর রহিম ফিল্ডিংয়ে নামতে পারেননি, সেই তিনিই দলের প্রয়োজনে নেমেছিলেন ব্যাট করতে। সাব্বির রহমানকে সঙ্গে নিয়ে লড়াই করছিলেন টিকে থাকার। সেই তাঁকেই মাথায় আঘাত পেয়ে যেতে হলো হাসপাতালে!

    ১২২ রানের লিড নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শুরুতেই হারায় সাকিব আল হাসানকে। মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে ক্যাচ দিলেন আগের ইনিংসে বাংলাদেশ ইনিংসের নায়ক। তবে যে শটটা খেললেন, সেটার যৌক্তিকতা খুঁজে পাওয়া মুশকিল!

    মুমিনুল হক অবশ্য নেইল ওয়াগনারের ফাঁদে পা দিয়েছেন। শর্ট বলে পেছনের দিকে যেতে বাধ্য করেছেন ওয়াগনার, তারপর বল করেছেন ড্রাইভিং লেংথে। নিয়ন্ত্রণ ছাড়া ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন মুমিনুল।

     

    মুশফিক আর সাব্বিরের টিকে থাকার জুটি এরপরই। ৯৭ বল খেলে দুজন মিলে তুলেছেন ১৮ রান। ইঙ্গিতটা পরিষ্কার ছিল তখন, যতক্ষণ সম্ভব ব্যাটিং করতে চায় বাংলাদেশ। মুশফিক পারলেন না। ইমরুল কায়েসের পর দ্বিতীয় ব্যাটসম্যান তিনি, যাঁকে একই ইনিংসে চোট পেয়ে মাঠ ছাড়তে হলো!

    তাসকিন আহমেদ এসেছেন এরপর, তাঁর ২০ বলের প্রতিরোধ শেষ হয়েছে ট্রেন্ট বোল্টের অসাধারণ ইয়র্কারে। কামরুল হাসান রাব্বী  যখন নেমেছেন, ওদিকে ডাগ-আউটে প্যাড পরে এসে বসেছেন ইমরুল! দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামবেন তিনিও!

    ৪০ রানে অপরাজিত আছেন সাব্বির। লাঞ্চের আগে আগে তাঁকে আউট দিয়েছিলেন আম্পায়ার পল রাইফেল, রিভিউ নিয়ে সফল হোন সাব্বির।

    আপাতত বাংলাদেশ এগিয়ে ১৯৩ রানে। স্কোরকার্ড বলছে হাতে আছে ৪ উইকেট, মুশফিককে বাদ দিলে এবং ইমরুলকে ধরলে সংখ্যাটা হবে তিন।