• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    ধোনি ভুলেই গিয়েছিলেন তিনি অধিনায়ক নন!

    ধোনি ভুলেই গিয়েছিলেন তিনি অধিনায়ক নন!    

    প্রায় ১০ বছরের অভ্যাস তো চাইলেই বদলে ফেলা যায় না। মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রেও এমনটাই হয়েছে। অধিনায়কত্ব ছাড়লেও গতকাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ‘অভ্যাসবশত’ রিভিউ আবেদন করে বসেছিলেন! অথচ রিভিউ নেওয়ার কথা নতুন অধিনায়ক বিরাট কোহলির!

     

    ম্যাচের ২৭ তম ওভারে হার্দিক পান্ডিয়ার বল এউইন মরগানের ব্যাটের পাশ ঘেঁষে ধোনির হাতে যায়। আম্পায়ার আউট না দিলেও ধোনি নিশ্চিত ছিলেন বল ব্যাট ছুঁয়েই তাঁর কাছে এসেছে। এরকম পরিস্থিতিতে নিজের ক্যারিয়ারে বহুবারই রিভিউ নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। কালও তাই কোনোদিকে না তাকিয়েই আম্পায়ারকে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত জানান।

     

    ধোনির এই সিদ্ধান্তে আম্পায়ারও কিছুটা ভড়কে গিয়েছিলেন বৈকি! কারণ রিভিউ নেওয়ার কাজটা দলের অধিনায়কের। আর ভারতের অধিনায়ক তো কোহলি। ধোনির ওই সংকেত দেখে কোহলির দিকেই বারবার ফিরে তাকাচ্ছিলেন আম্পায়ার। পরে অবশ্য কোহলি নিজেই রিভিউয়ের সিদ্ধান্ত নেন।


    ধোনি কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। সত্যিই বল ব্যাটে লেগেছিল। ফলে নিজের সিদ্ধান্ত বদলে মরগানকে প্যাভিলিয়নে ফেরার ঘোষণা দেন আম্পায়ার।