• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'বেশী বেতন মানে বেশী গোল নয়'

    'বেশী বেতন মানে বেশী গোল নয়'    

    রেকর্ড ৯ কোটি পাউন্ডে জুভেন্টাস থেকে তাঁকে ফিরিয়ে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলের খেলা ফুটবলে নিজের এতো চড়া দামের বিনিময়টা ঠিক সেভাবে দিতে পারছেন না রেড ডেভিলদের ফরাসী মিডফিল্ডার পল পগবা। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এ পর্যন্ত কুড়ি ম্যাচ খেলে গোল করেছেন মোটে ৪টি, করিয়েছেন আরও ৩টি। এমন প্রেক্ষিতে যখন তাঁর চড়া দামের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, পগবা তখন সমালোচকদের উদ্দেশ্যে বলছেন, স্রেফ গোলের হিসেবে তাঁর মূল্য বিচার না করে মাঠের খেলায় তাঁর সামগ্রিক ভূমিকা মূল্যায়ন করতে।

     

     

    রবিবার লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে লিভারপুলের সাথে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড, ছেদ পড়ে তাঁদের টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ডে। পগবার হ্যান্ডবলে লিভারপুল পেনাল্টি না পেলে স্কোরলাইনটা অন্যরকম হতে পারতো। গোল তো পাচ্ছেনই না, উল্টো প্রতিপক্ষকে গোল উপহার দিয়ে সমালোচনার শিকার পগবা বলছেন গোল করাটা ঠিক তাঁর কাজ নয়, “আমি খেলতে ভালোবাসি, মাঠ চষে বেড়াতে পছন্দ করি। লোকে চায় আমি গোল করি, ব্যবধান গড়ে দেই। তাঁরা বলে, এতো দাম দিয়ে কেনা খেলোয়াড়কে অবশ্যই গোল করতে হবে, করাতে হবে।”

     

    “কিন্তু একজন মিডফিল্ডার হিসেবে আমার কাজ তো গোল করা নয়। আমি খেলায় ব্যবধান গড়ে দিতে পারি, কিন্তু আমার কাজ তো আরও অনেক। আমাকে ডিফেন্সের কাজ করতে হয়, খেলার নিয়ন্ত্রণ নিতে ভূমিকা রাখতে হয়। আমার জন্য ব্যবধান তৈরি করার কাজটা একটু ভিন্ন...নিজের থেকে আমাকে বেশী ভাবতে হয় দলকে নিয়ে।”

     

    পগবা বলছেন একটু দেরীতে দলের সাথে যোগ দেয়ায় সবার সাথে তাঁর রসায়নটা তৈরি হতে একটু সময় লাগছে। কিন্তু সময়ের সাথে তিনি উন্নতি করছেন এবং খুব শীঘ্রই আরও ভালোভাবে নিজেকে চেনাতে পারবেন- এমনটাই প্রত্যাশা ২৩ বছর বয়সী ফরাসী তরুণের।