• নিউজিল্যান্ড-বাংলাদেশ
  • " />

     

    ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে নুরুল-নাজমুলের

    ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে নুরুল-নাজমুলের    

    ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে টসে জিতেছেন কেন উইলিয়ামসন। বাংলাদেশকে জানিয়েছেন ব্যাটিংয়ের আমন্ত্রণ।

     

    মুশফিকুর রহিমের হ্যামস্ট্রিংয়ের চোট সুযোগ করে দিয়েছিল ওয়ানডে অভিষেকের। সেই মুশফিকেরই আঙ্গুলের চোটের কারণে টেস্ট অভিষেকটাও হয়ে যাচ্ছে নুরুল হাসান সোহানের। তামিম ইকবালের হাত থেকে স্বপ্নের টেস্ট ক্যাপটা পেলেন নুরুল।

     

    নাজমুল হোসেন শান্তর অভিষেকটা আরও ‘অপ্রত্যাশিত’। দলের সঙ্গে ছিলেন, স্কোয়াডে নয়। বিদেশ সফরে এসে কিছু জানা-শোনার জন্যই আনা হয়েছিল এই তরুণকে। মুমিনুল হকের চোটে অভিষেক হয়ে যাচ্ছে তাঁরও।


    সব মিলিয়ে বাংলাদেশ দলে পরিবর্তন চারটি। ইমরুল কায়েসের জায়গায় অবধারিতভাবেই এসেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন শুভাশীষ রায়, তাঁর জায়গায় এসেছেন রুবেল হোসেন।