• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'হয়তো আমিই সিটির যোগ্য নই'

    'হয়তো আমিই সিটির যোগ্য নই'    

    শেষ আট ম্যাচে চারটিতেই হার। ইদানিং সময়টা মোটেও ভাল যাচ্ছে না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। গত সপ্তাহে এভারটনের কাছে ৪-০ গোলে হারার পর থেকেই সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে তাঁর দল। অনেকেই বলেছেন, সিটির ফুটবলাররা গার্দিওলার যোগ্য নন। তবে গার্দিওলা মনে করেন, তিনিই হয়তোবা সিটির জন্য উপযুক্ত নন!

     

    মৌসুমের শুরুটা দুর্দান্তভাবে করলেও গত নভেম্বর থেকেই কিছুটা খেই হারিয়ে ফেলেছে সিটিজেনরা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি বর্তমানে অবস্থান করছে পঞ্চম স্থানে। দলের এই করুণ অবস্থার জন্য নিজেকেই দোষারোপ করছেন গার্দিওলা, “দর্শকরা দলের ফুটবলারদের নিয়ে কেনো এরকম কথা বলছে সেটা কিছুতেই বুঝতে পারছি না। তাঁরা নাকি আমার যোগ্য না! কিন্তু আমার মনে হয় আমিই তাদের যোগ্য নই।”

     

     

    স্পেন ও জার্মানিতে তাঁর অসাধারন রেকর্ড একটু বেশি আশাবাদী করে তুলেছিল সিটির ভক্তদের, এরকমটাই মনে করছেন পেপ, “আসলে আমার এখানে আসার পর সবার প্রত্যাশাটা একটু বেশিই ছিল। মৌসুমের প্রথম ভাগের পারফরম্যান্স সেটাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। এই প্রথমবার আমি এরকম পরিস্থিতিতে পড়েছি। এখান থেকে ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করবো। তবে আমার ফুটবলাররা ভাল খেলছে না এটা স্বীকার করতে রাজি নই।”

     

    আজ রাতে টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে গার্দিওলার দল।