গাঙ্গুলির নামে ইডেন গার্ডেনসের স্ট্যান্ড
এই মাঠের সাথে জড়িয়ে আছে হাজারো স্মৃতি। ক্রিকেটের হাতেখড়ি, শৈশব-কৈশোরের দুরন্তপনা; সব মিলিয়ে কলকাতার ইডেন গার্ডেনস সৌরভ গাঙ্গুলির কাছে বরাবরই ‘বিশেষ কিছু’। এবার তাঁর নামেই এই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হচ্ছে। আজকের ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে।
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আজকের ম্যাচে আগে গাঙ্গুলিসহ চারজনের নামে চারটি স্ট্যান্ডের নাম ঘোষণা করা হবে, “জগমোহন ডালমিয়া, বিশ্বনাথ দত্ত, পঙ্কজ রায় এবং সৌরভ গাঙ্গুলির নামে স্ট্যান্ড উদ্বোধন করা হবে। এছাড়া পরের ম্যাচে জেসি মুখারজি, এএন ঘোষসহ আরও চারজন সেনা কর্মকর্তার নামে স্ট্যান্ড ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।”
এদিকে এই ঘোষণা আসার পর নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বর্তমানে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধানের দায়িত্ব পালন করা সৌরভ, “এটা আমার জন্য গর্বের ব্যাপার। বেঙ্গল ক্রিকেটের কার্যনির্বাহী কমিটিকে অনেক ধন্যবাদ আমাকে এটার যোগ্য মনে করার জন্য। আজকের দিনটা আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে।”