• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ফিরেই গোল করলেন কস্তা!

    ফিরেই গোল করলেন কস্তা!    

    আরও এক ম্যাচ, আরও একটি জয়! প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ ছুটছেই। স্ট্যামফোর্ড ব্রিজে এবার জয়টা এসেছে হাল সিটির বিপক্ষে। ২-০ গোলের সহজ জয় নিয়ে দ্বিতীয়তে থাকা আর্সেনালের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার এখনও কন্তের দলই। 

    চেলসির জয়টা সহজ হলেও, এই সপ্তাহটা প্রিমিয়ার লিগের বড়দল গুলোর জন্যও মোটেও সহজ ছিল না। লিভারপুলের হার, সাথে স্পার্স আর ম্যানসিটির পয়েন্ট ভাগাভাগি- সবই পয়েন্ট তালিকায় চেলসির ঠিক নিচের স্থানগুলোর সমীকরণ উল্টে-পাল্টে দিচ্ছিল। রাতে সানচেজের ৯৭ মিনিটের গোলে পাওয়া জয়ের পর দ্বিতীয়তে উঠে আসে আর্সেনাল। এমন সপ্তাহে বেশ সহজ জয় নিয়ে চেলসি একরকম নিজেদের শ্রেষ্ঠত্বই প্রমাণ করল আরও একবার! 

    ডিয়েগো কস্তা আর গ্যারি কাহিল গোল করেছেন চেলসির হয়ে। প্রথম গোলের জন্য চেলসিকে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের একেবারে শেষ মুহুর্ত পর্যন্ত। তার আগ পর্যন্ত চেলসির আক্রমণ ভালোভাবেই সামলে নিচ্ছিল হাল সিটি। আর্সেনালের মতো অতিরিক্ত সময়ের ৭ মিনিটেই স্বস্তিটা আসে চেলসির। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে!

    অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করেন ডিয়েগো কস্তা। মোসেসের ক্রস থেকে গ্রাউন্ড শটে বল জালে জড়ান এই মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে কস্তার সমান ১৫ গোল নিয়ে অবশ্য  সানচেজও আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় একই সাথে।



    আগের ম্যাচে দলে ছিলেন না। মাঠে নেমেই দলের হয়ে গোল করতে পেরে দারুণ উছ্বসিত দেখাল কস্তাকে। সেই গোল উদযাপনে তাকে নিয়ে রটা সব গুঞ্জণের একটা জবাবও মিশে থাকল সাথে। সাথে কয়েক ঘন্টা আগে সানচেজের কাছে হাতছাড়া হওয়া সর্বোচ্চ গোলদাতার মুকুটে ভাগ বসানোর একটা আয়েশও হয়ত ছিল! এসব কিছু ছাপিয়ে অবশ্য এই ম্যাচটা আলাদা করেই মনে রাখবেন কস্তা। চেলসির হয়ে নিজের শততম ম্যাচটা তো তিনি গোল দিয়েই স্মরনীয় করে রাখলেন!

    দ্বিতীয়ার্ধে এক গোলে পিছিয়ে থেকে ম্যাচে ফিরে আসার চেষ্টা করে হাল সিটি। একটি পেনাল্টিও পেয়ে যেতে পারত তখন তারা! তবে রেফারি আর লাইনসম্যানের চোখ এড়িয়ে যাওয়ায় ওই যাত্রা বেঁচে যায় চেলসি!

    ম্যাচে লিড বাড়াতে কন্তে মাঠে নামান ফ্যাব্রিগাসকে। সাফল্য আসতেও দেরি হয়নি। ৮১ মিনিটে ফ্যাব্রিগাসের ক্রস থেকে কাহিলের হেড জালে জড়ালে আরও একবার তিন পয়েন্ট নিশ্চিত হয় চেলসির।