• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    পরিকল্পনামাফিক খেললে জয় আসবেই, বললেন মাশরাফি

    পরিকল্পনামাফিক খেললে জয় আসবেই, বললেন মাশরাফি    

    প্রস্তুতি ম্যাচগুলোতে হতাশাজনক ফলে মুষড়ে পড়েছিলেন অনেকেই। গত বছর এশিয়া কাপে ষোলআনা ব্যর্থতার ক্ষতটুকুও তো এতো সহজে শুকোবার নয়। বাংলাদেশ ভক্তরা তাই আফগানিস্তান ম্যাচ নিয়ে অনেকটাই শঙ্কায় ছিলেন। তার উপর মোহাম্মদ নবীদের তর্জনগর্জনে ফতুল্লা ট্র্যাজেডির পুনরাবৃত্তি কেউ দেখে থাকলে তাঁকে ঠিক দোষ দেয়া যায় না। কিন্তু শেষ পর্যন্ত শঙ্কাটুকু শঙ্কাই রয়ে গেছে, মোটা দাগে ব্যবধান বজায় রেখেই ১০৫ রানের জয় তুলে নিয়েছে মাশরাফিরা। সাথে বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে মুফতে পাওয়া ১ পয়েন্ট বাংলাদেশের আত্মবিশ্বাস আর প্রত্যাশা - দুটোর পারদই চড়িয়ে দিয়েছে বহুগুণে। মেলবোর্নে কাল টাইগারদের প্রতিপক্ষ যখন দুঃসময়ে পড়া শ্রীলংকা, গোটা বাংলাদেশ তখন স্বপ্ন দেখছে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক পা এগিয়ে রাখার।

     

     

    এ পর্যন্ত মুখোমুখি ৩৭টি লড়াইয়ের ৩২টিতে জয় শ্রীলংকার। বিশ্বকাপের মাঠে আগের দুটো দ্বৈরথেই বাংলাদেশ হার মানে বড় ব্যবধানে, ২০০৩ সালে ১০ উইকেটে আর ‘০৭-এ ১৯৮ রানে! অতীত বিবেচনায় তাই লড়াইয়ের ইঙ্গিত মেলাই দায়! কিন্তু বাংলাদেশ ক্যাপ্টেন মনে করছেন নিজেদের সেরাটুকু খেলতে পারলে জয় না পাওয়ার কোন কারণ নেই, “অতীতে যেসব ম্যাচে শ্রীলংকাকে আমরা হারাতে পারি নি সেসব ম্যাচে আমরা ভালো করি নি। ভালো খেললে তাঁদের হারাতে না পারার তো কোন কারণ দেখি না।”

     

     

    ইতিহাস দিয়ে যে সবসময় বর্তমানের মূল্যায়ন হয় না সেটা বোঝাতেই আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে আনলেন, “গত এশিয়া কাপে আফগানিস্তান আমাদের হারিয়েছিল দেখে অনেকেরই ধারণা ছিল তাঁরা আবারও আমাদের হারাতে পারবে। কিন্তু কি হল সেটা তো দেখেছেনই, আমরা খুব সহজ জয়ই পেয়েছি এবং এমনটা আবারও হতে পারে।”

     

     

    শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের নিকট অতীতের পরিসংখ্যানও মাশরাফিকে আশাবাদী করছে, “সাম্প্রতিক সময়ে শ্রীলংকাকে আমরা একাধিকবার হারিয়েছি এবং নিজেদের সেরাটা খেলতে পারলে সেটা আবারও সম্ভব।”

     

     

    তবে আত্মবিশ্বাসী হলেও অভিজ্ঞ লঙ্কান ব্যাটসম্যানদের প্রতি সমীহ দেখাতে কোন কার্পণ্য করেন নি তিনি। সঙ্গে এ-ও জানিয়ে রাখলেন পরিকল্পনা মোতাবেক এগোতে পারলে তারকাখচিত দলের বিপক্ষেও প্রত্যাশিত সাফল্য পাওয়া সম্ভব, “তাঁদের অনেকেরই অভিজ্ঞতার ঝুলিটা বেশ ভারি। কিন্তু একজন ব্যাটসম্যানকে আউট করতে তো একটা বলই যথেষ্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনামাফিক এগিয়ে যাওয়াটাই।”

     

     

    বাংলাদেশ দলের বর্তমান কোচ চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলংকা দলেরই সাবেক ক্রিকেটার। ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচ। অস্ট্রেলিয়ার মাঠ, প্রতিপক্ষ শ্রীলংকা; হাথুরুসিংহের কাছ থেকে কি বাংলাদেশ কোন বাড়তি সুবিধে পাবে? “অবশ্যই তিনি আমাদের দারুণভাবে সাহায্য করছেন এবং পরিকল্পনাগুলো তৈরি করে দিচ্ছেন। এখন সময় সেগুলো কাজে লাগানোর।”

     

     

    অনুশীলনে চোট পাওয়া মুশফিকুর রহিম কাল মাঠে নামবেন কিনা এমন প্রশ্নে বেশ সতর্কই থাকলেন বাংলাদেশ অধিনায়ক, “মুশফিক ঠিক আছে। আজ নেটে ব্যাটও করেছে। ম্যাচ শুরু হতে এখনও চব্বিশ ঘণ্টা বাকি এবং সে আমাদের ফিজিওর নিবিড় পর্যবেক্ষণেই আছে।”

     

     

    আল-আমিন প্রসঙ্গ উঠতে বেশ কড়াই শোনাল মাশরাফির সুর, “এই অধ্যায়টা এখন অতীত। আমার মনে হয় আমরা এবারের বিশ্বকাপের সবচেয়ে সুশৃঙ্খল দলগুলোর একটি। এ দলে থেকে নিয়ম ভঙ্গ করলে সেটার শাস্তি পেতেই হবে।”