ফ্রান্সেও বর্ণবাদের শিকার বালোতেল্লি
ইতালিতে থাকতে বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছিলেন। এসি মিলানের হয়ে একবার সেরকম অভিজ্ঞতার পর মাঠ ছাড়ারও হুমকি দিয়েছিলেন। ইংল্যান্ডে অবশ্য সেটা খুব বেশি হয়নি মারিও বালোতেল্লির। তবে ফ্রান্সে এসে আবারও সেই অভিজ্ঞতা হলো এই ইতালিয়ান স্ট্রাইকারের। টুইট করে এর মধ্যেই বর্ণবাদী আচরণের প্রতিবাদও জানিয়েছেন বালোতেল্লি।
লিভারপুল থেকে এই মৌসুমেই যোগ দিয়েছেন নিসে। নতুন ক্লাবের হয়ে মাঠে সময়টাও ভালো যাচ্ছে, এর মধ্যে ১০ গোলও করে ফেলেছেন। তবে দর্শকদের বর্ণবাদী আচরণ শুনতে হয়েছে বেশ কয়েকবার। বাস্তিয়ার সঙ্গে লিগের ম্যাচেই সেই অভিজ্ঞতা বেশ কয়েকবার হয়েছে বালোতেল্লির। তাঁর নিস সতীর্থ আলাসানে প্লিয়া জানিয়েছেন, “খেলার আগে ও খেলার সময়ও আমরা বেশ কিছু বর্ণবাদী মন্তব্য শুনেছি। ওদের একটা গোষ্ঠী পুরো সময়েই বালোতেল্লিকে অপমানজনক কথা বলে গেছে। বালোতেল্লি খুবই আহত।”
বাস্তিয়া অবশ্য দাবি করেছে, তারা এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত পায়নি। তবে ফ্রেঞ্চ লিগ কর্তৃপক্ষ এর মধ্যেই ব্যাপারটার তদন্ত শুরুর কথা জানিয়েছে।