দুশ্চিন্তার নাম প্রত্যাশার চাপ
আফগানিস্তানের সাথে ম্যাচটার আগে ডানা মেলে ছিল শঙ্কা ও অনিশ্চয়তা, বিশেষ করে প্রস্তুতি ম্যাচগুলোর সবকয়টাতে হারার পর। বাংলাদেশ জিততে পারবে কিনা এমন সন্দেহও ছিল কারো কারো মনে। পূর্ণ কর্তৃত্ব বজায় রেখে ম্যাচটা জেতার পর অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন তিনে। প্রত্যাশিত রূপেই বেড়ে গেছে প্রত্যাশার মাত্রাটা। এদেশের অধিকাংশ মানুষ এখন আশা করছে শ্রীলঙ্কার বিপক্ষে কালকের ম্যাচটা জিতে যাবে ‘টিম টাইগার্স’, মেলবোর্নের বিশাল গ্যালারি মেতে উঠবে তাদের জয়ের আনন্দে।
বাস্তবতার চিত্রটা কিন্তু একটু আলাদাভাবে ভাবাবে আপনাকে। প্রতিপক্ষ দলে আছেন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সংক্ষিপ্ততম তালিকায় থাকা দুজন, যাদের দুজনেরই শেষ বিশ্বকাপ এটা। একজন ইতিমধ্যেই খেলে ফেলেছেন চারশোর উপরে ওয়ানডে, আরেকজনের চারশোতম ম্যাচ কাল। বুঝতেই পারছেন কাদের কথা বলা হচ্ছে। সাঙ্গাকারার তো বরাবরই বাংলাদেশকে পেলে ব্যাটিং গড় বাড়িয়ে নেওয়ার একটা প্রবণতা আছে, আর ফর্মটাও খারাপ যাচ্ছে না। দলের খারাপ সময়েও তাঁর ব্যাট হাসছে প্রায়ই। আর জয়াবর্ধনে ফর্মহীন অবস্থায় বিশ্বকাপে এসেও দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে আরও একবার প্রমাণ করলেন যে বড় আসরের খেলোয়াড় তিনি। সাথে অধিনায়ক ম্যাথুসের অসাধারন সাম্প্রতিক সময়টা যোগ করে নিলে প্রত্যাশার পারদটা একটু নিচে নেমে যাওয়ারই কথা।
সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা কিন্তু এই প্রত্যাশার পারদই। অতীতে সবসময়ই দেখা গেছে, যে ম্যাচ নিয়ে বেশি আশা করা হয়, গড়বড় হয়ে যায় সে ম্যাচেই। মাশরাফির সবচেয়ে বড় দায়িত্ব তাই প্রত্যাশার চাপটা যেন খেলোয়াড়দের উপর না পড়ে, সেটা নিশ্চিত করা। আর দলকে একটা সুতোয় গেঁথে রাখায় যে তাঁর জুড়ি মেলা ভার, সে তো সবাই জানে। নিজের বোলিং নিয়ে কখনোই খুব বেশি চিন্তা তাঁকে করতে হয়নি, অধিনায়ক হিসেবে এটা আরও একটা ইতিবাচক দিক। দ্বিতীয় মেয়াদে ‘টিম বাংলাদেশ’-এর দায়িত্ব নেয়ার পর এখনও পর্যন্ত হারেননি একটা আন্তর্জাতিক ম্যাচও। নিশ্চিতভাবেই হারতে চাইবেন না কালকের ম্যাচটাও।
মেলবোর্নের উইকেটে শেষ খেলা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচটা। সেখানে দেখা গেছে, সন্ধ্যার পর উইকেটের গতি ও বাউন্স বেড়ে যায় বেশ খানিকটা। কাজেই টসে জিতে প্রথমে ব্যাট করতে চাইবে যেকোনো দলই। বাংলাদেশ দলে পরিবর্তন আনার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন মেন্ডিস হ্যামস্ট্রিং চোটে পড়ে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই। তাঁর জায়গায় পেসার দুশমন্থ চামিরার অন্তর্ভুক্তির কথা শোনা যাচ্ছে। ছবি-সৌজন্যঃএএফপি