• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইংলিশ প্রিমিয়ার লিগের স্পন্সর হচ্ছে ক্যাডবেরি

    ইংলিশ প্রিমিয়ার লিগের স্পন্সর হচ্ছে ক্যাডবেরি    

    তাদের চকোলেটের ভক্ত না, এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুস্কর। এবার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগের সাথে যুক্ত হচ্ছে চকোলেট কোম্পানি ক্যাডবেরি। আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডের স্পন্সর হচ্ছে তাঁরা।

     

    প্রিমিয়ার লিগের সাথে ৩ বছরের চুক্তি করেছে ক্যাডবেরি।  প্রিমিয়ার লিগের ব্যবস্থাপনা পরিচালক রিচার্ড মনে করছেন, এটা লিগের ইতিহাসে নতুন এক সূচনা, “ক্যাডবেরির সাথে চুক্তি সাক্ষর করতে পেরে আমরা দারুণ খুশি। তাঁরা বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড। আশা করি আমাদের সাথে তাঁদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে।”

     

     

    ক্যাডবেরির ব্র্যান্ড পরিচালক ফ্রান্সেসকো ভিট্রানোরও প্রিমিয়ার লিগের সাথে কাজ করার জন্য তর সইছে না,”প্রিমিয়ার লিগ ও ক্যাডবেরি একসাথে কাজ করবে, ভাবতেই তো দারুণ লাগছে! গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লোভসের অনুষ্ঠানে আমরা স্পন্সর থাকবো। এটার জন্য তর সইছে না!”