• বুন্দেসলিগা
  • " />

     

    ইসলামিক দাতব্যে ক্লাব ছাড়তে হলো ফুটবলারকে

    ইসলামিক দাতব্যে ক্লাব ছাড়তে হলো ফুটবলারকে    

    হঠাৎ করেই ক্লাব থেকে চলে যেতে হয়েছে তিউনিসিয়ার ফুটবলার আনিস বেন হাতিরাকে। আরেকটু কাঠখোট্টা ভাষায় বললে, আসলে বুন্দেসলিগার ক্লাব ডার্মস্টাড তাঁকে বেরই করে দিয়েছে। যদিও আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হচ্ছে, ব্যাপারটা হয়েছে “পারস্পরিক সমঝোতার” খাতিরে। কিন্তু সেটার কারণটাই অদ্ভুত। উগ্রপন্থী মুসলিম সংগঠনে অর্থসাহায্য দেওয়ার জন্যই এই শাস্তি পেতে হয়েছে বেল হারিতাকে।

    জার্মানিতে সালাফি মতবাদের ইসলামী গোষ্ঠী অনেক দিন ধরেই বেশ সক্রিয়। কিন্তু গত বেশ কিছুদিন ধরে সরকারের তাদের ওপর সতর্ক চোখ রয়েছে। জার্মান প্রচারমাধ্যম জানাচ্ছে, এই সংগঠনের অনেকের ওপর জঙ্গিবাদের সঙ্গে সংশ্রব থাকারও অভিযোগ আছে। বেল হাতিরা অবশ্য সরাসরি এই সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু আর্থিক সাহায্য দিচ্ছিলেন বেশ কিছুদিন ধরেই। সেটা নিয়ে অভিযোগ ওঠার পর ডার্মস্টাড জানিয়ে দিয়েছে, তারা এই খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাতিল করেছে। হাতিরার এই সংগঠনের সঙ্গে জড়িত থাকাও তাদের দৃষ্টিতে বড় একটা ভুল বলে বিবৃতি দিয়েছে।

    তবে হাতিরা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। তাঁর দাবি, “ আমার জীবনবৃত্তান্তের দিকে তাকালেই দেখতে পাবেন আমি এরকম অনেক ধরনের সঙ্গেই জড়িত ছিলাম। বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গেও কাজ করেছি। কিন্তু এরকম অভিযোগ আনতেও তো লজ্জা করা উচিত। আমি তো বলব, এটা আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটা নির্লজ্জ চাল ছাড়া আর কিছুই নয়।”