জাতীয় সংগীতের সময় চুইংগাম চাবিয়ে বিপাকে পারভেজ রসুল
তাঁর জাতীয় দলে ডাক পাওয়াটাই ছিল বিস্ময়ের। যুদ্ধবিধ্বস্ত কাশ্মীর থেকে ভারতের জাতীয় দলে ডাক পাওয়ার গল্পটা তো দারুণ রোমাঞ্চকর। পারভেজ রসুলের ওয়ানডে অভিষেক হয়েছিল আরও আড়াই বছর আগে। তবে কাল টি-টোয়েন্টি অভিষেকে এই অলরাউন্ডার শিরোনামে এলেন ভুল কারণে। জাতীয় সংগীতের সময় চুইংগাম চিবানোর জন্য সমালোচনার তির ধেয়ে আসছে এই অলরাউন্ডারের দিকে।
জাতীয় সংগীতের সময় গলা মেলানোটা স্বাভাবিক শিষ্টাচারের মধ্যেই পড়ে। বিশেষ করে সতীর্থদের সবাই যখন সেটা করেন, কারও গলা না মেলোনাটাই একটু বেমানান। কাল ইংল্যান্ডের সঙ্গে প্র্যহম টি-টোয়েন্টির আগে রসুল শুধু চুপ করেই থেকেই ক্ষান্ত হননি, জাতীয় সংগীতের সময় চুইংগামও চিবুচ্ছিলেন। টুইটারে সেটা নিয়ে এরপর শুরু হয়ে যায় সমালোচনা। অনেকেই লিখেছেন, এরকম একটা কাণ্ডের পর রসুলের দলে থাকার অধিকার নেই। ম্যাচেও খুব বেশি অবদান রাখতে পারেননি। পাঁচ রান নেওয়ার পাশাপাশি ৩২ রান দিয়ে পেয়েছেন এউইন মরগানের উইকেট। যদিও ম্যাচের ভাগ্য এর আগেই লেখা হয়ে গিয়েছিল।