• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    শাকাকে 'ট্যাকল' না করার পরামর্শ ওয়েঙ্গারের

    শাকাকে 'ট্যাকল' না করার পরামর্শ ওয়েঙ্গারের    

    বার্নলির বিপক্ষে রবিবারের লিগ ম্যাচ। দ্বিতিয়ার্ধের ৬৫ মিনিটের খেলা চলছে। বার্নলির বেলজিয়ান ডিফেন্ডার স্টিভেন ডেফোরকে অবৈধভাবে ট্যাকল করে লাল কার্ড দেখলেন গ্রানিত শাকা, মাঠ ছাড়েন ১-০ গোলে এগিয়ে থাকা আর্সেনালকে ব্যাক ফুটে ঠেলে দিয়ে।  চলতি মৌসুমে এ নিয়ে দু’বার কার্ড দেখে মাঠ ছাড়লেন গানারদের সুইস মিডফিল্ডার, সর্বশেষ ৩ মৌসুম মিলিয়ে লাল কার্ড দেখেছেন ৯ বার। এমন প্রেক্ষিতে শাকাকে ‘ট্যাকল’ করা থেকেই বিরত থাকার পরামর্শ দিচ্ছেন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার।  

     

     

    বার্নলি ম্যাচের পর শাকা প্রসঙ্গে করা মন্তব্যে কোনো রাখঢাক রাখেন নি ওয়েঙ্গার, “ট্যাকল করার সহজাত দক্ষতাটুকু তাঁর নেই। এমনিতে মাঠে কখন কী করতে হবে সে সিদ্ধান্ত সে খুব ভালো নিতে পারে। কিন্তু ট্যাকলের কাজটা তাঁর ঠিক হচ্ছে না। এই কৌশলটা সে এখনও রপ্ত করে উঠতে পারে নি। যে কারণে আমি তাঁকে পরামর্শ দিবো ট্যাকল না করতে। ট্যাকলিং আসলে অল্প বয়সে শেখার জিনিস। সময়ের সাথে সেটা আরও ভালোভাবে আয়ত্ত হতে পারে। কিন্তু সেই দক্ষতাটুকু না থাকলে আপনার আসলে কোনোরকম ঝুঁকি নেয়া উচিত নয়।”

     

    কার্ড দেখার বিষয়ে তাই শাকার হয়ে কোনো কৈফিয়তও দিচ্ছেন না কোচ, “এ ধরণের ট্যাকলিংয়ের জন্য আপনার শাস্তি হলে সেটা তো মেনে নিতেই হবে। তাঁর আসলে শিক্ষা নেয়া উচিত। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে আমরা মৌসুমের গুরুত্বপূর্ণ একটা সময়ে চার ম্যাচের জন্য হারাচ্ছি।”