চার ম্যাচ নিষিদ্ধ ওয়েঙ্গার
এমনিতে খুব একটা মেজাজ হারাতে দেখা যায় না তাঁকে। তবে বার্নলির বিপক্ষে ম্যাচে শেষে মুহূর্তে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি আর্সেন ওয়েঙ্গার। রেফারির সাথে তর্কে জড়িয়ে ডাগআউট থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এবার অসদাচরনের জন্য আর্সেনাল কোচকে ২৫ হাজার ইউরো জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। একই সাথে আগামী চার ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না তিনি।
আর্সেনালের গত ম্যাচে ৯৩ মিনিটে বার্নলিকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারেননি ওয়েঙ্গার। চতুর্থ রেফারি অ্যান্থনি টেলরের সাথে বিবাদে জড়িয়ে পড়েন, কথা কাটাকাটির এক পর্যায়ে তাঁকে ধাক্কাও দেন তিনি। সাথে সাথেই রেফারি হোশে মোস ওয়েঙ্গারকে ডাগআউট থেকে বহিস্কার করেন। বহিষ্কৃত হলেও ডাগআউটের খুব কাছেই দাঁড়িয়ে ছিলেন ম্যাচের বাকি সময়টা।
তবে ম্যাচের পর নিজের ওই আচরণের জন্য ক্ষমা চেয়েছিলেন ওয়েঙ্গার, “আমার চুপ থাকা উচিত ছিল। এটা না করার জন্য ক্ষমা চাচ্ছি। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হতো, যদিও ওটা খুব একটা শান্ত পরিস্থিতি ছিল না।” আজকের লিগ কাপের সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ থেকে শুরু হবে এই নিষেধাজ্ঞা। এরপর ওয়াটফোর্ড, চেলসি ও হাল সিটির বিপক্ষেও স্ট্যান্ডে বসেই খেলা দেখতে হবে তাঁকে।