এক মৌসুমেই চার কোচ!
মালিকপক্ষের মনের মতো ফলাফল না এনে দিতে পারলে কোচদের বরখাস্ত হওয়ার ঘটনা নতুন নয়। তবে ইতালিয়ান ক্লাব পালের্মো বোধহয় এই ব্যাপারে একটু বেশিই অধৈর্য! নিজেদের কোচদের ওপর হয়তো একেবারেই ভরসা রাখতে পারে না ক্লাবটি। এই মৌসুমেই চতুর্থবারের মতো নতুন কোচ নিয়োগ দিয়েছে তাঁরা, উরুগুয়ের ডিয়েগো লোপেজের কাঁধেই বর্তেছে দায়িত্বটা।
কোচ পাল্টানো অবশ্য ক্লাব মালিক মাউরিজিও জাম্পারিনির বহু পুরনো অভ্যাস। প্রায় ৩০ বছর ধরে ক্লাবের মালিকানা তাঁর, এই সময়ে ৬০ জন নতুন কোচের দেখা পেয়েছে পালের্মো ভক্তরা! গত মৌসুমেই আটবার বদল হয়েছে কোচ। এই মৌসুমের শুরুতে দায়িত্ব পাওয়া ডেভিড বালারদিনি টিকতে পেরেছিলে মাত্র দুই সপ্তাহ! এরপর দায়িত্ব দেন রবের্তো জেরবি। নভেম্বরে তাঁর বদলে দায়িত্ব দেওয়া হয় ইউজেনিও কোরিনিকে।
ক্লাব মালিক মাউরিজিও জাম্পারিনি
তবে গত ২১ ম্যাচে মাত্র দুই ম্যাচ জেতা পালের্মো লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকায় গত মঙ্গলবার করিনির বিদায়ঘন্টাও বেজে যায়। গতকাল লোপেজের সাথে ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছে ক্লাবটি। এখন দেখার বিষয় লোপেজ এখানে কতদিন টিকতে পারেন!