• ভারত-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা

    বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা    

    বড় ধরণের কোনো চমক ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের ভারত দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

     

    বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটিতে সহ-অধিনায়ক হিসেবে ফিরেছেন আজিংকা রাহানে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ভালো পারফর্ম করেও স্কোয়াডে জায়গা হয় নি উইকেটরক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের। চোট কাটিয়ে দলে ফিরেছেন আরেক উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। দলে জায়গা হয় নি ওপেনার শিখর ধাওয়ানেরও। ৬ বছর পর ডাক পেয়েছেন আরেক ওপেনার অভিনব মুকুন্দ। এছাড়াও স্কোয়াডে ফিরেছেন জয়ন্ত যাদব ও চেতেশ্বর পূজারা।  

     

    বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ১৬ সদস্যের ভারতীয় দলঃ

     

    বিরাট কোহলি (অধিনায়ক), আজিংকা রাহানে (সহ -অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুণ নায়ার, হার্ডিক পান্ডিয়া, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, অভিনব মুকুন্দ