• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ড্র করেও জয়ী তো চেলসিই

    ড্র করেও জয়ী তো চেলসিই    

    আন্তোনিও কন্তের আক্ষেপের কারণ ছিল। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করতে হয়েছে। তার চেয়েও বড় কথা, ডিয়েগো কস্তা ওই পেনাল্টি মিস না করলে জয় নিয়েই তো মাঠ ছাড়তে পারত চেলসি। তারপরও শেষ বাঁশি বাজার পর লিভারপুলের সঙ্গে ম্যাচটা যখন ১-১ ড্রতে শেষ হলো, কন্তে ছোটখাট একটা উদযাপনই করে ফেললেন। অ্যানফিল্ড থেকে শেষ পর্যন্ত পয়েন্ট পেয়েছেন বলেই শুধু নয়, অন্য প্রতিদ্বন্দ্বীরা সবাই হোঁচট খাওয়ায় কন্তে তো হাসতেই পারেন। প্রথম মৌসুমেই লিগ জয়ের আরেকটু কাছাকাছি যে চলে গেছেন চেলসির ইতালিয়ান কোচ! 


    উদযাপনের প্রথম উপলক্ষটা এনে দিয়েছিলেন ডেভিড লুইজই। ২৪ মিনিটে দারুণ এক ফ্রিকিক থেকে চেলসইকে এগিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে সেটার কৃতিত্ব যতটা লুইজের, দায় লিভারপুল রক্ষণ ও গোলরক্ষক মিনোলেতের তার চেয়ে কম কিছু নয়। নিজেদের দেয়ালটা ঠিকঠাক করতে করতে মিনোলেতরা যে সময় নিয়েছেন, লুইজ সেই দেরির সুযোগ নিয়েই দাও মেরে দিয়েছেন। 


    তবে সেটা ছিল খেলার ধারার বিপরীতে। অ্যানফিল্ডে আগের চার ম্যাচের তিনটিতেই হেরেছিল লিভারপুল, বাদ পড়ে গিয়েছিল লিগ কাপ ও এফএ কাপ থেকে। এই ম্যাচে শুরু থেকে লিভারপুলই ছিল আগ্রাসী, বল ছিল তাদের দেখলেই। তবে প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর এগিয়ে যাওয়ার আরেকতি পরিষ্কার সুযোগ চেলসিই পেয়েছিল। এবার অবশ্য মিনোলেত ঠেকিয়ে দিয়েছেন উইলিয়ানকে।

     
    ১-১ গোলে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে লিভারপুল। ফিরমিনো একটা সুযোগ নষ্ট করেছিলেন, শেষ পর্যন্ত জর্জিও ভিনডালামের গোলেই ফেরে সমতা। মিলনারের ক্রস থেকে হেড করে অ্যানফিল্ডে আনন্দের উপলক্ষ এনে দেন ডাচ মিডফিল্ডার। এরপর পেনাল্টি থেকে কস্তা তো গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুর্বল কিকটা আটকে দিতে মিনোলেতের সমস্যা হয়নি। 


    তবে দিনের সবচেয়ে বড় চমক নিজেদের মাঠে ওয়াটফোর্ডের কাছে আর্সেনালের হেরে যাওয়া। তাও আবার মাত্র ১৩ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ৫৮ মিনিটে অ্যালেক্স আইওবি ব্যবধান কমালেও শেষ পর্যন্ত আর জয় এনে দিতে পারেননি। হোঁচট খেয়েছে টটেনহামও, সান্ডারল্যাণ্ডের সঙ্গে গোলশুন্য ড্র করেছে। ৫৬ পয়েন্ট নিয়ে এখন সবার ওপরে চেলসি, ৪৭ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আছে টটেনহাম-আর্সেনাল, ৪৬ পয়েন্ট নিয়ে চারে লিভারপুল। তবে আজ জিতলে লিভারপুলকে ছুঁয়ে ফেলবে ম্যান সিটি, কাছাকাছি চলে আসবে ম্যানচেস্টার ইউনাইটেডও।